জয়পুরহাটে সাবেক এমপিসহ ১৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। শনিবার (২৪ মে) বিকেলে জয়পুরহাট জেলা ও দায়রা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) শাহনূর রহমান শাহিন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।
আদালত সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থানে জয়পুরহাটের শিক্ষার্থী বিশাল ও মেহেদী হাসান হত্যাসহ হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের একাধিক মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন জয়পুরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক হোসাইন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এস আই জাহাঙ্গীর হোসেন ও ফারুক হোসেনের আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছেন। গত ২২ মে ওই দুই তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
নিষেধাজ্ঞা পাওয়ারা হলেন, সাবেক এমপি অ্যাডভোকেট শামসুল আলম দুদু ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন। অন্যরা হলেন- মো. জাকির হোসেন মন্ডল, জাকারিয়া হোসেন রাজা, মোস্তাফিজুর রহমান মোস্তাক, হাবিবুর রহমান হাবিব, মো. মিন্নুর হোসেন, মোজাফফর হোসেন, আবু সাঈদ আল মাহমুদ চন্দন, মো. গোলাম মাহফুজুর চৌধুরী অবসর, মিনফুজুর রহমান মিলন, আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, এস এম রবিউল আলম চৌধুরী, রাসেল দেওয়ান মিলন, আনম শওকত হাবিব তালুকদার লজিক, মুস্তাকিম মন্ডল, আবু বক্কর সিদ্দীক রেজা ও খোরশেদ আলম সৈকত।
জয়পুরহাট জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের পিপি শাহনূর রহমান বলেন, একাধিক মামলার দুজন তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক হোসাইন এ নিষেধাজ্ঞার আদেশ দেন।
মন্তব্য করুন