ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও মানুষের মন থেকে তাকে মুছে ফেলতে পারেনি। বাঙালি জাতি যতদিন বেঁচে থাকবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ততদিন মানুষের মনে বেঁচে থাকবে বলে মন্তব্য করেছেন কয়রা-পাইকগাছা সংসদ সদস্য আলহাজ মো. আকতারুজ্জামান বাবু।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে তিন রাস্তার মোড়ে শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শোক র্যালি শেষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাড. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এসএম শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এমএম আজিজুর রহমান রাসেল।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক সুজিৎ কুমার রায়, সংস্কৃতি সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, এস,এম জিয়াদ আলী, খায়রুল ইসলাম, যুবলীগ নেতা অ্যাড আরাফাত হোসেন, আজিজুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এসএম আছাদুজ্জামান নুর, দপ্তর সম্পাদক আবু সাইদ খান, প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক সিরাজুল ইসলাম, তথ্য গবেষণা সম্পাদক আল আমিন ফরহাদ, সমাজ কল্যাণ সম্পাদক, জাহাঙ্গীর হোসেন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক হেলাল বাবু, বন পরিবেশ সম্পাদক অনুপম মন্ডল, ধর্মবিষয়ক সম্পাদক শাহ নুর মোহাম্মাদ, গণসংযোগ সম্পাদক তৈয়েবুর রহমান, জেলা সদস্য ইমরান হোসেন জ্যাকি, কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমদাদুল হক টিটু, কয়রা সদরের প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, আকতারুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল প্রমুখ।
মন্তব্য করুন