কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব, প্রতিবাদ করায় খুন প্রতিবেশী যুবক

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

মৌলভীবাজারের কুলাউড়ায় এক দম্পতির পারিবারিক কলহের বিরোধ মেটাতে প্রতিবাদ করায় খুন হয়েছেন প্রতিবেশী এক যুবক।

শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে পৌরশহরের দক্ষিণ বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত শাহীন আহমেদ (২৭) কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার বাসিন্দা ইসহাক আলীর ছেলে। তিনি এক সময় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন৷ বর্তমানে দিনমজুরের কাজ করতেন বলে জানা গেছে।

অভিযুক্ত ব্যক্তির নাম আব্দুল হান্নান (৩০)। তিনি বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের বাসিন্দা দলা মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পৌরসভার জয়পাশা কলোনীতে বিয়ে করে ভাড়া বাসায় স্ত্রী নিয়ে বসবাস করতেন বড়লেখার দক্ষিণ ভাগ ইউনিয়নের বাসিন্দা দিনমজুর আব্দুল হান্নান। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার স্ত্রীর সঙ্গে বিরোধ চলছিল। এমনকি হান্নান তার স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন৷ বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনের কাছে বিচারপ্রার্থী হন হান্নানের স্ত্রী। একপর্যায়ে হান্নানের স্ত্রী গত বুধবার নির্যাতনের বিষয়টি জানায় জয়পাশার বাসিন্দা দিনমজুর শাহীন আহমদকে। শাহীন এ বিষয়ে প্রতিবাদ করে হান্নানের কাছে জানতে চায়, কেন সে তার স্ত্রীকে নির্যাতন করেছে। কেন ভরণপোষণ দিচ্ছে না। এ কথা বলার পর শাহীনের সঙ্গে কথা কাটাকাটি হয় হান্নানের। একপর্যায়ে হান্নানের গালে একটি থাপ্পড় মারে শাহীন। পরে হান্নান শাহীনকে অশালীন ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়। সেই বিরোধের জেরে শুক্রবার সকালে দিনমজুর শাহীন শহরে বাজার করতে আসে৷ আনুমানিক সাড়ে ১০টায় শহরের দক্ষিণ বাজার থেকে কাদিপুরমুখী রাস্তার পাশে বাজার করার সময় হঠাৎ একটি সিএনজি অটোরিকশা থেকে বসা থাকাবস্থায় শাহীনকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান হান্নান। এ সময় প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত শাহীনকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, নিহত শাহীনের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য আসামি হান্নানের বাবাকে আটক করে থানায় আনা হয়েছে৷ হত্যাকারী হান্নানকে গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম অভিযান অব্যাহত রেখেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড করবেন : মাহবুবুর রহমান 

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে তারেক রহমানের বার্তা

স্মার্টফোনের গুরুত্বপূর্ণ তথ্য রক্ষায় মানুন এই ৫ নিরাপত্তা টিপস

নারীর মর্যাদা ও ক্ষমতায়নই হবে আগামীর বাংলাদেশের শক্তি : মীর হেলাল

বাদীর জিম্মায় জামিন পেলেন ছাত্রদল নেতা শাওন

দেবকে নিয়ে শুভশ্রীকে যা বললেন শান

স্বাভাবিক এক্সিট নিয়ে এ দেশেই থাকতে চাই : ধর্ম উপদেষ্টা

ইসরায়েলি বাহিনীর হাতে বন্দির সময়কার অভিজ্ঞতা জানালেন শহিদুল আলম 

ধানের শীষের পক্ষে ভোট চাইলেন ড. ফরিদুজ্জামান ফরহাদ

নিজ ঘরে স্বামী-স্ত্রীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার

১০

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : উপদেষ্টা সাখাওয়াত

১২

ব্যাচেলরদের শোবার ঘর গুছিয়ে রাখার সহজ কিছু টিপস

১৩

রাবি ক্যাম্পাসে রুয়েট শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৪

রিমান্ড শেষে সাবেক এমপি পাভেল কারাগারে 

১৫

ইশরাক-নুসরাতের বাগদান নিয়ে নুরের ফেসবুক পোস্ট

১৬

অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাসদর

১৭

ভোটে সিল মেরে বলবেন ‘আলহামদুলিল্লাহ দাঁড়িপাল্লা’ : গোলাম পরওয়ার

১৮

জন্মদিনে ভক্তদের কী সুখবর দিলেন অপু বিশ্বাস?

১৯

সরকার উৎখাতের ষড়যন্ত্র / মার্কিন নাগরিক এনায়েতের সহযোগী আজহার রিমান্ডে

২০
X