নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

লাইনে দাঁড়িয়ে সেবাপ্রার্থীরা, ভেতরে বসে ঘুমাচ্ছেন আরএমও

নোয়াখালী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম। ছবি : সংগৃহীত
নোয়াখালী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম। ছবি : সংগৃহীত

নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে সেবাপ্রার্থীরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করলেও ভেতরে চেয়ারে বসে নাক ডেকে ঘুমাচ্ছেন আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম।

বুধবার (৩০ আগস্ট) দুপুর পৌনে ১২টায় জেনারেল হাসপাতালের চেম্বারে এ ঘটনা ঘটে। এতে চরম ক্ষুব্ধ হন সেবা নিতে আসা লোকজন। তারা এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।

কবিরহাট উপজেলা থেকে সেবা নিতে আসা মোশাররফ হোসেন কালবেলাকে বলেন, আমি সকাল সাড়ে ১০টায় আরএমও'র কাছে একটি কাজে তার অফিসে যাই। তিনি আমাকে বসিয়ে রেখে চেয়ারে ঘুমিয়ে পড়েন। এরপর কয়েক সেবাপ্রার্থী চিল্লাচিল্লি করলে তিনি অফিসের কোনায় গিয়ে অন্য চেয়ারে ঘুমিয়ে পড়েন। পরে দুপুর ১২টায় ঘুম ভেঙে আমাকে শনিবার আসতে বলেন।

আরেক সেবাপ্রার্থী নাজমুন নাহার বলেন, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও আরএমও আবদুল আজিমের কক্ষে প্রবেশ করতে পারেনি। ঢুকতে চাইলে বারবার বলা হয় স্যার ব্যস্ত আছেন। পরে খবর নিয়ে জানতে পারলাম ভেতরে তিনি ঘুমাচ্ছেন।

সেবাপ্রার্থীদের দাবি, এ ঘটনায় তদন্ত করে আরএমও আবদুল আজিমের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হোক।

এ ব্যাপারে জানতে চেয়ে দুপুর সোয়া ১২টায় আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিমকে ফোন দিলে তিনি কালবেলাকে বলেন, 'কে বলেছে আমি ঘুমাচ্ছি, তাহলে ফোন ধরলাম কীভাবে।' প্রমাণ হিসেবে ছবি-ভিডিওর কথা বলার সঙ্গে সঙ্গে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হেলাল উদ্দিন কালবেলাকে বলেন, এ ধরনের ঘটনা কাম্য নয়। তবে কেউ আমাকে বলেনি। আমি উনাকে ডেকে জিজ্ঞাসা করব এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখব।

এর আগে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের এই আবাসিক মেডিকেল কর্মকর্তার (আরএমও) বিরুদ্ধে সনদের বিনিময়ে এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী অনন্যা বিনতে রহমান এ ব্যাপারে বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সেবা বিভাগে অভিযোগ দিলে ফেনীর সিভিল সার্জন ডা. রফিক-উস্‌-ছালেহীনের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক দিনে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি, বইছে ঠান্ডা বাতাস

আজ কোথায় কোন কর্মসূচি

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পড়ল সমুদ্রপাড়ের রিসোর্টে, ভিডিও ভাইরাল

ইতিহাসে আজকের এই দিনের স্মরণীয় ঘটনা

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ, বাজারদর জেনে নিন

গাজায় হামাসের বন্দুকধারীদের টহল

আগামীর রাষ্ট্রকাঠামোর পূর্ণ রূপরেখা ৩১ দফাতেই রয়েছে : কফিল উদ্দিন 

পরিবেশ রক্ষায় ৮০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে : টুকু 

১০

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি : আমিনুল হক

১১

মিসরে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ট্রাম্প

১২

নেইমারের জন্য এখনও দরজা খোলা রেখেছেন আনচেলত্তি

১৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ ও প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত

১৪

ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকাপের টিকিট পেল কেপ ভার্দে

১৫

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

১৬

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

১৭

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

১৮

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১৯

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

২০
X