সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেছেন, শেখ হাসিনার পতনের পর অবৈধ টাকা আয় করার অনেক অফার পেয়েছি। রোববার (৮ জুন) বিকেলে তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নিয়ে ঈদ আড্ডায় তিনি এসব কথা বলেন।
কামরুল বলেন, আমি কোনো দিন রাজনৈতিক সুবিধা নিয়ে টাকার পাহাড় করতে চাইনি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর টাকা ইনকাম করার অনেক অফার পেয়েছি কিন্তু অসৎ উপায়ে টাকা ইনকাম করতে চাইনি বলে এসব অফার দূরে ঠেলে দিয়েছি। আমি সব সময় মানুষের স্বার্থে কাজ করে গেছি। আর সাধারণ মানুষ আমাকে তাদের মনে জায়গা দিয়েছে। তারা প্রয়োজনে তাদের সঞ্চয় আমার হাতে তুলে দিতেও দ্বিধা করেন না। একজন সামান্য রিকশাচালকও আমার জন্য তার জমানো ৫০০ টাকা খরচ করে। আর এটাই আমার বড় সম্পদ।
তিনি বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং তারেক রহমানের নির্দেশে সব আন্দোলন-সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে সতর্কতার সাথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন। প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিবেন।
ঈদ আড্ডায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জল, বিএনপি নেতা বাবরুল হাসান বাবলু, সাইদুল কিবরিয়া, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, তুজাম্মিল হক নাছরুম, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবুল হাসান রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, ছাত্রদল নেতা আবুল হাসনাত রাহুলসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন