জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, সিরাজুল আলম খান আমাদের শিখিয়েছেন-একদল রাজনীতিকের হাতে রাষ্ট্র জিম্মি থাকলে রাষ্ট্রে জনগণের মালিকানা নিশ্চিত হয় না।
সোমবার (৯ জুন) সকালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম কারিগর হিসেবে খ্যাত সিরাজুল আলম খানের দ্বিতীয় প্রয়াণ দিবস উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা মডেল মসজিদ সংলগ্ন কমপ্লেক্সে জেএসডি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বপন বলেন, নিরঙ্কুশ ক্ষমতার রাজনীতি আমাদের রাষ্ট্রকে এমন একপর্যায়ে নিয়ে যায় যেখানে আইনের শাসন, ন্যায়বিচার এবং জনগণের ইচ্ছা- সবকিছুই যেন একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে জিম্মি হয়ে পড়ে। এর থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের চিন্তার ধরন ও রাষ্ট্রের ধরন- দুটোই বদলাতে হবে। তারজন্য আজ প্রয়োজন ‘অংশীদারত্বের গণতন্ত্র’- প্রতিষ্ঠার লড়াইকে বেগবান করা।
সিরাজুল আলম খান সেন্টার আয়োজিত সভায় আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা আবদুস সোবহানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জেএসডির সাধারণ সম্পাদক নুর রহমান, সহসভাপতি আলা উদ্দিন, শহীদুল ইসলাম খোকন, আলাউদ্দিন খান (চেয়ারম্যান), যুগ্ম সাধারণ ফরহাদ উদ্দিন পিকু, আবদুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, মোহাম্মদ সাহাব উদ্দিন, জুনায়েদ নবী চৌধুরী, মশিউর রহমান, সাংবাদিক নাসির উদ্দীন বাদল, আবু নাছের মঞ্জু প্রমুখ।
সভা শেষে জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এর নেতৃত্বে নেতারা দাদার কবরে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ করেন।
আজ সকালে রাজধানীর সিরাজুল আলম খান সেন্টারে সিরাজুল আলম খানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা এসএম আনোয়ার হোসেন, সাবেক জেএসডি নেতা শরীফ মোহাম্মদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন মন্টু, দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, নাসির উদ্দিন স্বপন, রহিম সুমন খান, মাইনুল আলম রাজু, রহিম উল্লাহ, তোফাজ্জল হোসেনসহ দলীয় নেতারা।
মন্তব্য করুন