

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সম্মানিত সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আইইবি।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়, খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনসহ বিশ্বব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। তার সরকারের মেয়াদে দেশের শিক্ষা, অর্থনীতি, অবকাঠামো, টেলিকমিউনিকেশন, নারী উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়।
আইইবি ও দেশের প্রকৌশল খাতের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার সরকার প্রকৌশলীদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, জাতীয় উন্নয়ন পরিকল্পনায় প্রকৌশলীদের অন্তর্ভুক্তকরণ এবং রাষ্ট্রীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পে আইইবির সুপারিশ বাস্তবায়নে অব্যাহতভাবে সহযোগিতা করেন। বিশেষ করে, তৎকালীন ৪টি বিআইটিকে (বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি) প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেন। এ ছাড়া ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ, বাংলাদেশ (ইএসসিবি) প্রতিষ্ঠায় নীতিগত অনুমোদন, উদ্বোধন ও সহায়তা প্রদান, আইইবি সদর দপ্তরের অবকাঠামোগত উন্নয়নে একাধিকবার অর্থ বরাদ্দ এবং দেশব্যাপী আইইবির কেন্দ্র ও উপ-কেন্দ্রসমূহের উন্নয়নে বেগম খালেদা জিয়ার অব্যাহত সহযোগিতামূলক অবদান আইইবির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশের প্রকৌশল সমাজসহ সমগ্র জাতির যে ক্ষতি হলো তা অপূরণীয়।
খালেদা জিয়ার মৃত্যুতে আইইবির নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় কাউন্সিলসহ দেশের প্রকৌশলী সমাজ গভীরভাবে মর্মাহত ও শোকাভিভূত। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মন্তব্য করুন