

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর পরিপ্রেক্ষিতে জাতীয় পর্যায়ের বিভিন্ন পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।
এর মধ্যে, ঢাকা শিক্ষা বোর্ড এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আজ অনুষ্ঠিত হতে যাওয়া জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এই পরীক্ষা আগামী ৫ জানুয়ারি একই সময়ে অনুষ্ঠিত হবে।
৪৬তম বিসিএসের বুধ ও বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। এর ফলে গতকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তাদের সকল একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোও শোকের প্রতি সংহতি জানিয়ে তাদের বুধ ও বৃহস্পতিবারের পরীক্ষাগুলো স্থগিত করছে।
আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাও স্থগিত করা রয়েছে। মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য করুন