নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ৪

নরসিংদীতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহতরা হাসপাতালে। ছবি : কালবেলা
নরসিংদীতে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহতরা হাসপাতালে। ছবি : কালবেলা

নরসিংদীর পলাশে শোডাউনকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল সমর্থক ও ছাত্রদলের মোস্তাফিজুর রহমান পাপন বাদশার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন।

রোববার (১৫ জুন) সন্ধ্যায় পলাশ সদরের বিএডিসি মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেনও আহত হন।

অন্যান্য আহতরা হলেন জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল, তার সমর্থক সোহেল আহমেদ (২৫) ও ছাত্রদল কর্মী ইসমাইল হোসেন (২৬)। এদের মধ্যে ইসমাইল গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয়রা জানান, বিকেলে পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন বাদশার নেতৃত্বে উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট পলাশ বাসস্ট্যান্ড এলাকা হতে শোডাউনের উদ্দেশ্যে একটি মিছিল বের করে। মিছিলটি বিএডিসি মোড় এলাকায় গেলে বিপরীত দিক হতে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের নেতৃত্বে তার সমর্থকদের একটি শোডাউনের মুখোমুখি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় উপজেলা ছাত্রদলের কর্মী ইসমাইল হোসেন, বিএনপি নেতা ফজলুল কবির জুয়েল ও সোহেল আহমেদ। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন এলোপাতাড়ি মারপিটে আহত হন।

আহতদের মধ্যে ইসমাইল ও সোহেলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আর ফজলুল কবির জুয়েলকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকেও ঢামেকে পাঠানো হয়। এছাড়া আহত ওসি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নাম প্রকাশ না করা শর্তে একজন জানান, সংর্ঘষের সময় ফজলুল কবির জুয়েল দৌড়ে পাশ্ববর্তী একটি মসজিদে আশ্রয় নেয়। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে মসজিদের ভেতর থেকে টেনে হেঁচড়ে বের করে এলোপাতাড়ি কোপোতে থাকে। এসময় পলাশ থানার ওসি ফেরাতে গেলে তিনিও এলোপাতাড়ি মারপিটে আহত হন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, দুপক্ষের শোডাউন মুখোমুখি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আমিও আহত হয়েছি। তবে বড় ধরণের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনি কি জাজমেন্টাল? জেনে নিন

বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

নির্বাচনে কতদিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা 

আ.লীগের আমরা আগে বন্ধু ছিলাম, এখনো আছি : জাপা প্রার্থী 

বিদেশি বিনিয়োগ আনলে মিলবে নগদ প্রণোদনা

২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

ইন্টারভিউয়ের প্রথম ১০ সেকেন্ডে যেসব বিষয় খেয়াল রাখবেন

জামায়াত আমির বরিশাল যাবেন ৬ ফেব্রুয়ারি

পশ্চিমবঙ্গে দুই গুদামে ভয়াবহ আগুন, নিখোঁজ অনেকে

১০

ভৈরবে ট্রেনের বগি লাইনচ্যুত, তিন রুটে ট্রেন চলাচল বন্ধ

১১

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১২

‘এমপি সাহেব হিসাব দাও’ কর্মসূচি চালুর ঘোষণা জামায়াত প্রার্থীর

১৩

যেসব খাবারে বাড়তে পারে অ্যাজমার সমস্যা

১৪

বিএনপির এক উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা 

১৫

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ২৯ জনের মৃত্যু, দুর্ভোগে ২০ কোটি মানুষ

১৬

রাজধানীতে আজ কোথায় কী

১৭

পোস্টার-শোডাউন এড়িয়ে যে অভিনব কৌশলে প্রচারণায় নেমেছেন জারা

১৮

ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ : নাহিদ ইসলাম

১৯

সকালে খালি পেটে যে ৭ অভ্যাস শরীরের ক্ষতির কারণ

২০
X