নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০৯:৩৬ এএম
অনলাইন সংস্করণ

সরকারি খাল ভরাট করে বাইপাস সড়ক

খাল ভরাট করে রাস্তা নির্মাণ। ছবি : কালবেলা
খাল ভরাট করে রাস্তা নির্মাণ। ছবি : কালবেলা

পিরোজপুরের নেছারাবাদে সরকারি খাল ভরাট করে বাইপাস সড়ক নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করলেও অদৃশ্য কারণে কর্ণপাত করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা।

রোববার (২২ জুন) বিকেলে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন মো. আনিসুল ইসলাম তুহিন।

জানা যায়, গত ২০১৯ সালের ৩০ ডিসেম্বর নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। লিখিত অভিযোগের স্মারকের প্রেক্ষিতে শর্ত ছিল যে, সেতুর পূর্ব পাশের খালটি ভরাট না করা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। সেই লিখিত শর্তকে উপেক্ষা করে একটি রাজনৈতিক স্বার্থন্বেষী মহল আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি রেকর্ডিও খাল ভরাট করে বাইপাস সড়ক নির্মাণ করছেন।

ফলে অতি প্রয়োজনীয় খালটি দুই-তৃতীয়াংশ ভরাট হয়ে গেছে। এখন বাইপাস সড়ক নির্মাণ করার কারণে খালটির পুরোপুরি অংশই ভরে ফেলা হচ্ছে। যার ফলে নিত্যপ্রয়োজনীয় ব্যাবহত পানির অভাব দেখা দিচ্ছে। এমনকি বৃষ্টি ও বন্যার পানি অপসারণের পথ বন্ধ হয়ে যাচ্ছে। এমতাবস্থায় সড়কও যেমন জরুরি এবং খালের পানিও ব্যবহার করাটা জরুরি। তাই খালটি যেন ভরাট না করা হয় এবং কালভার্ট নির্মাণ করে বাইপাস সড়ক সংযোগ দেওয়া হয়, সে ব্যাপারে সুনির্দিষ্ট কর্তৃপক্ষকে সুদৃষ্টি দেওয়ার জন্য জানিয়েছেন স্থানীয়রা।

স্বরূপকাঠি ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি মেম্বার মো. রুবেল হোসেন জানান, খালটি রেকর্ডিও তাই আমি জনস্বার্থে ভরাট করতে নিষেধ করেছিলাম। বিকল্প পথ হিসেবে কালভার্ট নির্মাণ করে বাইপাস সড়ক বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছিলাম। কিন্তু রাজনৈতিক কিছু স্বার্থান্বেষী মহলের কারণে সেটা সম্ভব হয়নি।

স্বরূপকাঠি সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা বরুণ কুমার কর বলেন, অফিসিয়াল ডকুমেন্টস অনুযায়ী ওখানে সরকারি রেকর্ডিও খাল আছে। পার্শ্ববর্তী ব্রিজ নির্মাণের ফলে খাল অনেকটা ভরে গেছে। যেহেতু ওটা রেকর্ডিও খাল সেহেতু পরিবেশের কথা চিন্তা করে এটি পুনরুদ্ধার করা জরুরি।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, সরকারি খাল ভরাটের কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।

পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়ে দিয়েছি। তিনি বিষয়টি দেখবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে খাল দখলমুক্ত করে জলাবদ্ধতা দূর করব : কাজী আলাউদ্দিন

বিএনপি থেকে ‘সুখবর’ পেলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল

বাউলদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে : প্রেস সচিব

ধবলধোলাই হওয়ার পরও কোনো পদক্ষেপ নিবে না বিসিসিআই

যুবদলের এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

লিভারের জন্য বিপজ্জনক যে ৫ খাবার

কপোতাক্ষের পাড় কেটে মাটি উত্তোলন, ৪ জনের কারাদণ্ড 

নতুন কুঁড়ির সেরা দশের মধ্যে দ্বিতীয় স্থানে স্বাধিকা

টানা ৩০ দিন প্রতি রাতে গুড় ভেজানো পানি খেলে কী হয়?

সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন : আসিফ মাহমুদ

১০

রুশ যুদ্ধবিমানকে ধাওয়া করছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র, ভিডিও ভাইরাল

১১

কুবি সাংবাদিক সমিতির সভাপতি কালবেলার আবু শামা

১২

ভারতে নতুন আতঙ্ক, বাঁচতে অদ্ভুত কাণ্ড

১৩

নির্বাচনের আগে হাজার হাজার মানুষকে ক্ষমা জান্তার

১৪

ট্র্যাভিস জীবনের সবচেয়ে বড় চমক : টেইলর সুইফট

১৫

শুক্রবার গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

১৬

সুযোগ এসেছে ৫৪ বছর পর হাতে হাত ধরার : ধর্ম উপদেষ্টা

১৭

বৃহস্পতিবারের ভূকম্পন ‘আফটারশক’

১৮

আইরিশদের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা, দেখে নিন একাদশ

১৯

ভারত থেকে কত পারিশ্রমিক নিলেন জেনিফার লোপেজ

২০
X