বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ

বগুড়া সদর উপজেলার চালিতাবাড়িতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা
বগুড়া সদর উপজেলার চালিতাবাড়িতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারকৃতরা। ছবি : কালবেলা

বগুড়া সদর উপজেলার চালিতাবাড়িতে আধিপত্য বিস্তার নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। এ সময় চার থেকে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত আটজন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় উপজেলার শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার রাতেই সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। জব্দ করেছে দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল।

চালিতাবাড়ি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বিএনপি নেতা এখলাস হোসেন মন্ডল বাহিনীর অত্যাচারে তারা অতিষ্ঠ। এ বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে গত দুদিন ধরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি দেন তারা।

জানা গেছে, পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা এখলাস হোসেন মন্ডল দলের নাম ভাঙিয়ে চালিতাবাড়ি গ্রামে প্রতিনিয়ত প্রকাশ্যে অস্ত্র নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিল। অসহায় মানুষকে হত্যার হুমকি, মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবি করছিল তিনি। আর এতে তাকে সহযোগিতা করছেন ভাতিজা সন্ত্রাসী সাগর, স্বপন, সোহেল, শিমুল, জয়, জিলহজ্জ ও গালকাটা শিহাব।

কিছুদিন পর পর চালিতাবাড়ি গ্রামের মানুষদের প্রকাশ্যে কুপিয়ে হাসপাতালে পাঠাচ্ছে এখলাস বাহিনী। তাদের হামলায় অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এখলাস বাহিনীর বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ করা হলেও প্রশাসন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।

নির্যাতনের শিকার চালিতাবাড়ি গ্রামবাসীরা এখলাস ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবিতে রোববার (২৩ জুন) এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। ওই রাতেই বাহিনীর সদস্যরা মোটরসাইকেলের বহর নিয়ে গ্রামবাসীদের হুমকি দিয়ে আসেন।

এর প্রতিবাদে সোমবার দুপুরে শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন চালিতাবাড়ি গ্রামবাসী।

বগুড়া ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সোমবার সন্ধ্যার দিকে এখলাস গ্রুপের লোকজন ও চালিতাবাড়ি গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এর আগে এখলাস বাহিনী মসজিদের মাইকে সংঘর্ষের ঘোষণা দেন। এ সময় তারা চার থেকে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে চালিতাবাড়ি গ্রামের অন্তত আটজন আহত হন। তাদের মধ্যে গুরুতর দুজনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে রাতেই সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করে।

এ সময় হামলায় জড়িত এখলাস বাহিনী সদস্য মন্ডলধরন গ্রামের রহমান আলী (২৭), কুটুরবাড়ি গ্রামের রোকন মিয়া (২৮) ও একই গ্রামের রকি মিয়াকে (২৭) গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, ‘এখলাস শাখারিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি। তার ভাতিজাদের সঙ্গে পাশের চালিতাবাড়ি গ্রামের জনগণের বিরোধ রয়েছে।’

এ বিষয়ে বক্তব্য নিতে এখলাসের মোবাইলে বারবার ফোন দেওয়া হলেও তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এর জন্য তার মন্তব্য নেওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কৃষিজমি ও পরিবেশ নষ্ট করে বর্জ্যের প্লান্ট করা যাবে না’

‘জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে’

তিন মাসে রেকর্ড রাজস্ব আদায়

জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

নেত্রকোনায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী / কালবেলা মানুষের আস্থা অর্জন করেছে : পুলিশ সুপার

প্রস্রাবের রং কারণ ছাড়াই ঘোলাটে, এটা কীসের ইঙ্গিত

তদন্তের মুখে তিন দক্ষিণী অভিনেত্রী

বরগুনায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছ রোপণ

এইচএসসি পরীক্ষায় আমিরাতে বাংলাদেশি দুই প্রতিষ্ঠানের সাফল্য 

পৃথিবীর সবচেয়ে দামি পালক কোন পাখির?

১০

চাঁদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপন / সমাজ বিনির্মাণে সাংবাদিকদের লেখনীর বিকল্প নেই : সলিম উল্লাহ

১১

লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা

১২

ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন

১৩

লালমনিরহাটে আনন্দঘন পরিবেশে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

কালবেলার সংবাদ পাঠকদের কাছে সহজবোধ্য ও গ্রহণযোগ্য : জেলা ম্যাজিস্ট্রেট

১৫

সংসদ ভবনে ঢুকে পড়া জুলাই যোদ্ধাদের সঙ্গে সমঝোতার চেষ্টায় পুলিশ 

১৬

বিশ্বকাপের শেষ ট্রেন ধরল আমিরাত, চূড়ান্ত ২০ দলের তালিকা প্রকাশ

১৭

সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান

১৮

যেসব জায়গায় ফোন রাখলেই ক্যানসার ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে

১৯

সুনামগঞ্জে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X