চাঁদপুর জেলা আওয়ামী লীগ থেকে সাংগঠনিক বিবিধ শৃঙ্খলা ভঙ্গের দায়ে হাসান খানকে অব্যাহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত এক অব্যাহতিপত্রে এ তথ্য জানানো হয়।
ওই পত্রে বলা হয়েছে, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী সদস্য হিসেবে সাংগঠনিক বিবিধ শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে হাসান খানের কাছে লিখিতভাবে পত্র মাধ্যমে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। সে বিষয়ে হাসান খান লিখিত উত্তর দেন। পরে সার্বিক বিবেচনায় হাসান খানের বক্তব্য সন্তোষজনক না হওয়ায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কর্তৃক দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণের দায়ে তাকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।
মন্তব্য করুন