বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশনের (বিকডা) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান।
বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত বিকডার সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকডার মহাসচিব মোহাম্মদ রুহুল আমিন সিকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সংগঠনের সংখ্যাগরিষ্ঠ সদস্যের উপস্থিতিতেই খলিলুর রহমান সভাপতির দায়িত্ব নেন। খলিলুর শুধু বিকডার সহসভাপতি ছিলেন না, তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দেশের অন্যতম বৃহৎ বেসরকারি আইসিডি প্রতিষ্ঠান কেডিএস লজিস্টিকস লিমিটেডের চেয়ারম্যান। তার আগে বিকডার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন নুরুল কাইয়ুম খান। শারীরিক অসুস্থতার কারণে তিনি গত ১৫ জুন পদত্যাগ করেন।
মন্তব্য করুন