পিআর পদ্ধতিতে কারও স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান।
শুক্রবার (০৪ জুলাই) রাত ৯টায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরানী বাজারে গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
ফারুক হাসান বলেন, বিগত ৫৪ বছরে দুটি পদ্ধতিতে নির্বাচন হয়েছে। এক রাষ্ট্রপতি শাসিত সরকার, দুই সংসদীয় গণতন্ত্র। কিন্তু এই দুটি পদ্ধতিতে জনগণের সররকার প্রতিষ্ঠা হয়নি তাই নতুন পদ্ধতি দরকার। আর সেই নতুন পদ্ধতি হলো পিআর সিস্টেম। এই পিআর সিস্টেমে নির্বাচন হলে আর কোনো দল স্বৈরাচার হয়ে উঠতে পারবে না।
তিনি বলেন, প্রত্যেক দল জনগণের কাছে জবাবদিহি মূলক কার্যক্রম চালাবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য পিআরের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে। নির্বাচনের সময়ে সরকারকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
পরে হরিপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদকদের মাঝে গণঅধিকার পরিষদের দলীয় মার্কা (ট্রাক) সম্বলিত টি-শার্ট বিতরণ করেন ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী ফারুক হাসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম রুপম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান নীল, হরিপুর গণ অধিকার পরিষদের সভাপতি মোজাক্কেরুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম,ঠাকুরগাঁও জেলা ছাএ অধিকার পরিষদের সভাপতি হযরত যায়েদ, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
মন্তব্য করুন