মো. আসিফ মর্তবা
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১০:৪২ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

আগামী দিনেও যেকোনো সমস্যায় কাজ করবে বৈছাআ : এসএম সুইট

এসএম সুইট। ছবি : সংগৃহীত
এসএম সুইট। ছবি : সংগৃহীত

যেকোনো সমস্যায় আগামী দিনেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) কাজ করে যাবে বলে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ও কেন্দ্রীয় সহসমন্বয়ক এসএম সুইট।

সম্প্রতি কালবেলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

এসএম সুইট বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা অফিসিয়ালি গত বছরের ৪ আগস্ট অসহযোগ আন্দোলনের ডাক দিলেও আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের যারা ছিলাম; আমরা আমাদের জায়গা থেকে ৩ আগস্ট অসহযোগ আন্দোলনের ডাক দেই। পরে সেটি ৪ আগস্টও ঢাকা থেকে ঘোষণা হয়।

তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমাদের জুলাই বিপ্লবের সহকর্মী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা আমাদের আন্দোলনের সময় সংহতি জানায়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আশপাশের লোকজনও রাস্তায় নেমে পড়ে। সে আন্দোলনে সব ছাত্রজনতা সাড়া দেয় এবং ৫ আগস্ট পতিত স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়।

‘জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নিয়ে বৈছাআ’র ভাবনা কী?’- এ প্রশ্নের জবাবে সুইট বলেন, আমাদের আগামী দিনে যারা পথ দেখাবে তারা হলেন জুলাই বিপ্লবের শহীদরা এবং গাজীরা। তাদের নিয়েই কাজ করতে হবে। ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের অধিকার, তাদের মূল্যায়ন এসব নিয়েই কাজ করে যাচ্ছে। তারা কোনো প্রকার অসম্মান-অপদস্তের শিকার হয় এরকম কোনো কাজ করবে না।

‘নতুন দল এনসিপি সম্পর্কে বৈছাআর অবস্থান কী?’- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই বিপ্লব থেকে গড়ে ওঠা এনসিপির নেতৃত্ব দিচ্ছেন জুলাই বিপ্লবের নেতারা এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তারা যেহেতু রাজনৈতিক দল, তারা রাজনৈতিক প্লাটফর্মে তাদের মতো কাজ করবে। আর ২০২৪ এর জুলাইয়ের যে স্পিরিটকে নিয়ে ছাত্র জনতার সফল অভ্যুত্থান হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই স্পিরিটকে নিয়ে আগামী দিনে কাজ করে যাবে।

এ ছাড়া রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে সুইট বলেন, প্রত্যেকটা বিষয় কোনো না কোনোভাবে রাজনীতি দিয়ে নিয়ন্ত্রিত। সেই জায়গা থেকে অবশ্যই রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা আছে, পরিকল্পনাও আছে। জুলাই স্পিরিটকে ধারণ করে যারা আগামী দিনে দল পরিচালনা করবে তাদের সঙ্গে রাজনীতি করার ইচ্ছা আছে বলে জানান তিনি।

‘বর্তমান বৈছাআ’র ভবিষ্যৎ কী?’- এমন প্রশ্নের জবাবে বৈছাআর ইবি সমন্বয়ক বলেন, যে স্পিরিটকে ধারণ করে জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেই স্পিরিট নিয়ে বৈষম্য নিরসনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামী দিনে কাজ করবে। ১৫ বছরে যে বৈষম্য থেকে গেছে তা একদিনে সরে যাওয়া সম্ভব নয়। জুলাই শহীদদের পরিবার এবং আহত যোদ্ধাদের জন্য তারা আগামী দিনে কাজ করে যাবে।

এ ছাড়া যেকোনো সমস্যায় আগামী দিনেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাবে বলে জানান তিনি ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যায় ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে হবে : বাবর

ফিল্মফেয়ারে রেকর্ড গড়ল ‘লাপাতা লেডিস’

কলকাতায় অমিতাভের জন্মদিনে চল্লিশা পাঠ

বায়ুদূষণের শীর্ষ পাঁচে ঢাকা

বিএনপির ৩১ দফা দেশের মানুষকে বাঁচানোর রূপরেখা : রাশেদুল আহসান

আফগানিস্তানের ১৯ সীমান্তপোস্ট দখল করেছে পাকিস্তান

দল কমলেও বিপিএলে বাড়ছে ভেন্যু

লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখে যা বললেন রোজিনা

হঠাৎ কেন আফগান সীমান্তে হামলা চালাল পাকিস্তান

যুবদল নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

১০

ইসরায়েলকে উড়িয়ে দিল নরওয়ে

১১

কারিনার রাগ সামলানোর উপায় জানালেন সাইফ

১২

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহছানুল হক

১৩

হলুদ রঙে প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে বন লবঙ্গ

১৪

ব্র্যান্ড প্র্যাকটিশনারস আয়োজনে ‘ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট’ অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

১৬

গোল করে, করিয়ে দলকে জেতালেন মেসি

১৭

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

১৮

বিএনপিতে সন্ত্রাসী-দুষ্কৃতকারীদের জায়গা নেই : বিজিএমইএ সভাপতি 

১৯

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ / বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

২০
X