বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ নির্বাচনী এলাকার সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেনের নেতৃত্বে ফেনী এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
আবুল হোসেন বলেন, আগের মতো ভবিষ্যতেও ফুলগাজী উপজেলাবাসীর সব ধরনের বিপদ-আপদে পাশে থাকবে উপজেলা বিএনপি। বিএনপি ক্ষমতায় গেলে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় টেকসই বাঁধ নির্মাণের ব্যবস্থা করবে।
এ সময় উপস্থিত ছিলেন ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির আহমদ, ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, ফুলগাজী উপজেলা ছাত্রদল সভাপতি মোহাম্মদ ইউসুফ, যুবদল নেতা মো. ইব্রাহিম, মো. সোহেল, আব্দুল হালিমসহ ফুলগাজী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
মন্তব্য করুন