ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ ইসলাম (৩) নামের এক শিশু মারা গেছে। সাজু (১০) নামে আরেকজন নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। আজ রোববার দুপুরের দিকে পানিতে ডুবে দুই শিশু মারা যায়। জুনায়েদের নানার বাড়ি সদর উপজেলার
রাজা গাঁও ইউনিয়নের চাপাতি (চুয়ামনি) গ্রামে। সে পঞ্চগড় সদর উপজেলার গোয়ালঝাড় এলাকার জাকির হোসেনের ছেলে। তার নানার পরিবার জানান খেলার একপর্যায়ে সবার অগোচরে সে পুকুরের পানিতে পড়ে যায় এবং তার মৃত্যু হয়।
রুহিয়া থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অপরদিকে জেলা রাণীশংকৈল উপজেলার লেহমবা ইউনিয়নের পদমপুর বেলতলী গ্রামের আব্দুল আলিমের ছেলে কুলিক নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। রাণীশংকর থানার ওসি গুলফামুল ইসলাম মণ্ডল এ ঘটনাটি নিশ্চিত করেন।
মন্তব্য করুন