ফেনীর পরশুরাম সীমান্তে গুলিতে নিহত ইয়াসিন প্রকাশ লিটনের (৪০) মরদেহ ২১ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টায় বিলোনিয়া ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে লিটনের মরদেহ হস্তান্তর করা হয়। এসময় উভয়দেশের বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১২টার দিকে পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে বিএসএফ তিন বাংলাদেশি যুবককে লক্ষ্য করে গুলি করে। এতে জাকির হোসেন মিল্লাত (২১), ইয়াসিন প্রকাশ লিটন (৩২) ও আফসার (৩২) গুলিবিদ্ধ হয়।
স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে জাকির হোসেন মিল্লাত মারা যায়। আফসারের অবস্থা আশঙ্কাজনক হওযায় বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই সময় গুলিবিদ্ধ মো. ইয়াসিন প্রকাশ লিটনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভারতে নিয়ে যায়। তার মরদেহ ভারতের বিলোনিয়ার মহাকুমা হাসপাতাল মর্গে রাখা ছিল।
জানা গেছে, শুক্রবার (২৫ জুলাই) দুপুরে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক পতাকা বৈঠকে লিটনের মরদেহ ফেরত দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর রাতে বিলোনিয়া স্থলবন্দর দিয়ে বিএসএফ মরদেহ আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেন এবং বিজিবি নিহতের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেন। এরপর পুলিশ নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেন। এ সময় নিহত লিটনের পরিবারের সদস্যরা মরদেহ দেখে লিটনের লাশ বলে নিশ্চিত করেন।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ভারতীয় বিএসএফ নিহত লিটনের মরদেহ বিলোনিয়ার চেকপোস্ট দিয়ে শুক্রবার রাতে হস্তান্তর করে।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন বলেন, গুলি করে বাংলাদেশি হত্যার বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে। দুপুরে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যুবকের মরদেহ ফেরতের সিদ্ধান্ত হলেও রাতে মরদেহ হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন