পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে গুলিতে ২ বাংলাদেশি নিহত, একজনের মরদেহ ভারতে

ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে বাংলাদেশি নিহত। ছবি : সংগৃহীত
ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে বাংলাদেশি নিহত। ছবি : সংগৃহীত

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু বাংলাদেশের হাসপাতালে হলেও আরেকজনের মরদেহ এখনো ভারতের হাসপাতালে রয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জাকির হোসেন মিল্লাত ও মোহাম্মদ লিটন (৩২)। এ ছাড়া আফসার নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে লিটনের মরদেহ ভারতীয় বিএসএফ নিয়ে যায়। তার মরদেহ বর্তমানে ভারতের বিলোনিয়ার মহকুমা হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

গুলিবিদ্ধ দুজনের মধ্যে মিল্লাত ফেনী সদর হাসপাতালে মারা যান। সে পরশুরাম পৌর এলাকার বাসপদুয়া গ্রামের মো. ইউসুফ মিয়ার ছেলে। আর লিটন বাসপদুয়া গ্রামের গাছি মিয়ার ছেলে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আফসার একই এলাকার পেয়ার আহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পৌর এলাকার বাসপদুয়া সীমান্ত এলাকায় চারজন গেলে ভারতীয় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। স্থানীয়রা জানান, তারা অবৈধ পথে চোরাচালানোর পণ্য আনতে ওই সীমান্ত এলাকা দিয়ে ভারতে যান।

পরিবারের সদস্যদের দাবি, লিটন, মিল্লাত ও আফসারসহ ৪ জন ঘটনার সময় মাছ ধরতে বাসপদুয়া সীমান্ত এলাকায় যায়। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা গুরুতর হওয়ায় দুজনকে ফেনী সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর রাত ২টার দিকে মিল্লাত মারা যান।

নিহত মিল্লাতের মা পারভিন আক্তার কালবেলাকে বলেন, ‘আমার ছেলে মাছ ধরতে সীমান্ত এলাকায় যায়। এ সময় বিএসএফ তাদের গুলি করে হত্যা করে।’

এ বিষয়ে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নয়ন চন্দ্র দেবনাথ বলেন, গুলিবিদ্ধ দুজনকে রাত আড়াইটার দিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মিল্লাত নামের একজন আগে মারা যায়। আফসার নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, বৃহস্পতিবার রাতে মিল্লাত ও আফসার নামে দুজন সীমান্ত এলাকায় গেলে তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি করে। এ সময় ভারতীয় বিএসএফ লিটন নামে আর একজনকে গুলি করে হত্যা করে মরদেহ ভারতে নিয়ে যায়। মিল্লাত নামের একজন ফেনী সদর হাসপাতালে মারা যান। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪ ব্যাটালিয়নের ফেনীস্থ অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন বলেন, পৌর এলাকার বাসপদুয়া গ্রামের সীমান্ত পিলার ২১৬৪/৩ এস বাংলাদেশি যুবকরা সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে গেলে বিএসএফ তাদের গুলি করে। মিল্লাত নামের একজন হাসপাতালে নেওয়ার পর নিহত হয়েছেন। লিটন নামের আরও এক বাংলাদেশি যুবকের মরদেহ বিএসএফ নিয়ে গেছে। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠার ১৯ বছর / বিদেশে সরাসরি মাস্টার্সে ভর্তি হতে পারছেন না কুবি শিক্ষার্থীরা

সুপারসনিক বিমানের সফল পরীক্ষা, কী আছে এতে

ঘরে মুরগির মাংস দেখে সেজদায় লুটিয়ে পড়ল শিশু

ব্রাজিলে মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, কী হচ্ছে সেখানে

রাজধানীতে আজ কোথায় কী

আজ ৩৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

তিস্তা নদী রক্ষার দাবিতে শিক্ষার্থীদের ব্যতিক্রমী ফ্ল্যাশ মব

পুলিশকে মারধর করে হাতকড়াসহ পালানো সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

গাজায় হামলা থামেনি, শতাধিক নিহত

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১০

মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি যাওয়ায় পায়ে শিকল বেঁধে শিশুর পাঠদান

১১

মধুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু আটক

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

৩০ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৪

চট্টগ্রামে বর্জ্য থেকেই তৈরি হবে গ্রিন ডিজেল ও অ্যাভিয়েশন ফুয়েল

১৫

রাজধানীতে আ.লীগ নেতা মানিক দর্জি গ্রেপ্তার

১৬

বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি-দুঃশাসনমুক্ত দেশ গড়বে : কফিল উদ্দিন

১৭

আফগানিস্তান নয়, বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

১৮

এবার বার্সায় আরও বড় দুঃসংবাদ

১৯

হারের দায় নিজের কাঁধে নিলেন লিটন

২০
X