গাজীপুরে নারীকে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) অভিযুক্ত রাসেলকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে রাসেল ভুক্তভোগীর বাসায় আসেন। পরে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন তিনি। রাজি না হওয়ায় অভিযুক্ত রাসেল জোর করেন এবং ভয় দেখান। পরে বিষয়টি ভুক্তভোগী তার আত্মীয়দের জানালে তারা থানায় অভিযোগ করেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিব জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত মোল্লা রাসেলকে আটক করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন