মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

গজারিয়ায় দুই জলদস্যু হত্যা, প্রতিপক্ষের ৮ বাড়িতে আগুন 

গজারিয়ায় হত্যা মামলার আসামি ও তার স্বজনদের ৮ বসতঘরে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। ছবি : কালবেলা
গজারিয়ায় হত্যা মামলার আসামি ও তার স্বজনদের ৮ বসতঘরে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় জলদস্যু শুটার মান্নান ও হৃদয় বাঘ হত্যার অভিযোগে প্রতিপক্ষের জলদস্যু লালু-সৈকতসহ তাদের স্বজনদের ৮টি বসতঘরে আগুন ধরিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনার পরপরই সেনাবাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৮ জুলাই সকাল ১০টার দিকে মেঘনা নদীর বড় কালীপুরা এলাকায় প্রতিপক্ষ লালু-পিয়াস গ্রুপের গুলিতে নিহত হয় গজারিয়া আলোচিত অন্যতম জলদস্যু শুটার মান্নান। এ ঘটনায় হৃদয় বাঘসহ আহত হয় ৬ জন। গুলিবিদ্ধ হ্নদয় বাঘ (২৮) গত শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মৃত্যুর পর রোববার (১৭ আগস্ট) বিকেলে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফনের পর রাত সাড়ে ৭টার দিকে নিহত হৃদয় বাঘের সমর্থকরা আগুন দেয় হত্যা মামলার অন্যতম আসামি লালু, সৈকত ও তার আত্মীয় স্বজনের ৮টি বসতঘরে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। দুই ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ৯টার দিকে আগুন নেভায় তারা।

গজারিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, অগ্নিসংযোগ করা হয়েছে এমন ৮টি বসতঘরের মধ্যে ৫টি একেবারে পুড়ে গেছে। বাকি ৩টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিয়েছিল।

স্থানীয় ইউপি সদস্য ও নিহত হৃদয় বাঘের আত্মীয় আমিরুল ইসলাম মেম্বার বলেন, লালু একজন চিহ্নিত সন্ত্রাসী। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। সে মান্নান ও হৃদয় বাঘ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। এলাকাবাসী তাদের ওপর ক্ষুব্ধ ছিল।

ভুক্তভোগী লালুর মা সানোয়ারা বেগম বলেন, হামলাকারীরা লালু, লালুর বড়ভাই সানাউল্লাহ, সাইফুল্লাহ, ছোট ভাই হেদায়েতুল্লাহ, শ্বশুর জহিরুল ইসলামের ঘরসহ মোট ৮টি ঘরে অগ্নিসংযোগ করেছে। তারা পেট্রোল ছিটিয়ে বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। তারা মব সৃষ্টি করে আমাদের লোকজনকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল।

এ বিষষে গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, লালু ও তার আত্মীয়-স্বজনদের পাশাপাশি প্রতিবেশীদের বসতঘরও অগ্নসংযোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে স্বল্পরানে আটকাল বাংলাদেশ

জালে আটকা গন্ধগোকুল উদ্ধার, পরে অবমুক্ত

বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ নিহত ২ 

ক্যাশ বিভাগে লোকবল নেবে ইসলামী ব্যাংক

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ক্ষমতা ট্রাম্পের নেই : ফিফা

ফ্লোটিলার আটক যাত্রীদের নিয়ে ইসরায়েলের বার্তা

হাতিয়ায় যৌথবাহিনীর সহায়তায় শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

এনসিপিকে বেগুন-কলা-লাউসহ ৫০ প্রতীকের অপশন দিল ইসি

মোবাইল চুরির পর ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, অতঃপর...

সবার প্রচেষ্টায় দুর্গাপূজা নির্বিঘ্ন হয়েছে : নজরুল ইসলাম আজাদ

১০

‘রক্তস্পন্দন’ ওয়েবপেজের যাত্রা শুরু, উদ্বোধন করলেন ডা. বিটু

১১

মাছ শিকারে যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান, পথে মৃত্যু

১২

কক্সবাজার সৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন

১৩

গোপালগঞ্জে বিভিন্ন মন্দিরে বিএনপির ৩১ দফার প্রচারণা 

১৪

সপ্তাহে ২ দিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে ব্র্যাক, পাবেন একাধিক সুবিধা

১৫

চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মূল কেন্দ্র পতেঙ্গা, সুযোগ থাকবে অন্য স্থানেও

১৬

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৭

একটি ছাড়া সুমুদ ফ্লোটিলার সব নৌযান ইসরায়েলের দখলে

১৮

কাকে সতর্ক করলেন জিৎ

১৯

ট্রেনের ধাক্কায় অটোরিকশা ছিটকে গেল ১০০ ফুট, মা-মেয়ে নিহত

২০
X