চট্টগ্রামের সিটি গেট এলাকায় কাভার্ডভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারানো পিকআপ ভ্যানের ধাক্কায় ৫ জন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) ভোরে নগরীর আকবর শাহ থানাধীন সিটি গেটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আকাশ দাস (২৬), অজিত দাস (২৪), রনি দাস (২৫), জুয়েল দাস (১৮) ও মো. সোহাগ (৩২)। নিহতরা সবাই পিকআপ ভানের যাত্রী ছিলেন। তারা চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপপরিসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৮ আগস্ট) ভোরে মাছ আনার জন্য পিকআপ ভ্যানটি সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম নগরীর ফিশারিঘাটের দিকে যাচ্ছিল। এর সামনে চালকসহ তিনজন এবং পেছনে সাতজন ছিলেন। ভোরে পৌনে ৫টার দিকে নগরীর সিটি গেট এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে নিয়ন্ত্রণ হারানো পিকআপ ভ্যানটি ধাক্কা দেয়। এতে পাঁচজন নিহত ও চারজন গুরুতর আহত হন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, চট্টগ্রামের আকবর শাহ থানাধীন সিটি গেট এলাকায় ভোর পৌনে ৫টার দিকে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
এ বিষয়ে নগরীর আকবর শাহ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ বলেন, দুর্ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মন্তব্য করুন