মোংলা বন্দরের বঙ্গবন্ধু ক্যানেলের ভরাট হওয়া চরে অবৈধ দখল বন্ধ এবং দখলকারীদের উচ্ছেদের দাবিতে বাগেরহাটের মোংলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মেরিন ড্রাইভ সড়কে মোংলা বন্দর ঘাট শ্রমিক ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিনিয়ত অবৈধভাবে নদীর চর দখল করে নিচ্ছে ভূমি দস্যুরা। সর্বশেষ গত কয়েক দিন আগে ঘাট শ্রমিকের বিশ্রামের ঘরটি দখল করে নেওয়া হয়। দ্রুত ঘাট শ্রমিকদের দখল হওয়া জমিসহ সব অবৈধ দখল উচ্ছেদ করা না হলে মোংলা বন্দরে কর্মরত শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে কর্মবিরতি পালন করবে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে কয়েকশ শ্রমিক অংশ নেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. মোস্তফা।
এদিকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত কয়েক দিন ধরে কর্মসূচি পালন করছে ঘাট শ্রমিক ইউনিয়ন। এরই মধ্যে শ্রমিকদের পক্ষে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্বারকলিপি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন