খুলনা মহানগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের ১০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে খুলনার মুখ্য মহানগর হাকিম এ আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর, সাবেক সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বাবু, মহানগর ছাত্রদলের আহবায়ক ইস্তিয়াক আহম্মেদ ইশতি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি খায়রুজ্জামান সজিব, যুবনেতা শেখ নাদিমুজ্জামান জনি, নাসিম, রবি, মহানগর ছাত্রদল নেতা হেলাল হোসেন গাজী ও বেলাল হোসেন গাজী।
আসামিপক্ষের আইনজীবী তৌহিদুর রহমান তুষার জানান গত ১৭ জুলাই বে-আইনিভাবে জনতাবদ্ধ হয়ে পুলিশের কাজে বাধাদান, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে খুলনা থানার এস আই শরিফুল ইসলাম বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ ৯৪ জনকে আসামি করে একটি মামলা করেন। আসামিরা গত ২৭ জুলাই উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনপ্রাপ্ত হয়ে ৫ সেপ্টেম্বর খুলনা সিএমএম কোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। শেষে মুখ্য মহানগর হাকিম মমিনুন নেছা আসামিদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আইনজীবী তুষার আরও বলেন, মামলার ১৪ জনের মধ্যে এবাদুল হক রুবায়েত অন্য মামলায় পূর্বে থেকে কারাবন্দি আছেন। অপর তিন আসামি মহানগর ছাত্রদলের সদস্য সচিব তাজিম বিশ্বাস, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেলাল আহমেদ সুমন ও যুবদল নেতা আসাদুজ্জামান মিঠু আত্মসমর্পণ করেননি।
মন্তব্য করুন