লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘যদি পিআরের জন্য আন্দোলন করেন, তাহলে নমিনেশন দিলেন কেন’

লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন দলটির ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমেদ আযম খান। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য দেন দলটির ভাইস চেয়ারম্যান অ্যাড. আহমেদ আযম খান। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, জামায়াত একদিকে ৩০০ আসনে নমিনেশন দিয়ে ফেলেছে। আরেকদিকে তারা পিআরের জন্য আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। দ্বিচারিতা কোথায় দেখেন। যদি পিআরের জন্য আন্দোলন করেন, তাহলে নমিনেশন দিলেন কেন?

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলেকজান্ডার মডেল সরকারি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

আযম খান বলেন, পিআরে তো কোনো প্রার্থী নেই। নমিনেশনটা কেন দিলেন? পিআরে তো একজন প্রার্থীও থাকবে না। শুধু দল থাকবে, মার্কা থাকবে। জাতির সামনে এ ধরনের প্রতারণা বন্ধ করুন। জাতি এ ধরনের প্রতারণা দেখতে চায় না।

তিনি বলেন, আজকে তারা ধর্মের নামে প্রতারণা করছে। তারা ঘরে ঘরে গিয়ে বলছে, আমাদের এই মার্কায় ভোট দিন, আপনাদের জন্য বেহেশতের টিকিট নিয়ে এসেছি, নাউজুবিল্লাহ মিনজালিক। হজরত মুহাম্মদ (সা.)-এর শাফায়াত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবেন না। আমাদের সেই প্রিয় নবী কি কখনো বলেছেন আমি আপনাদের জন্য বেহেশতের টিকিট নিয়ে এসেছি? না, বলেন নাই। কারণ বেহেশতের টিকিট দিতে পারেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের প্রিয় নবী, আল্লাহর প্রিয় রাসুল (সা.) শুধু শাফায়াত করতে পারবেন, সুপারিশ করতে পারবেন। তার সুপারিশে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের টিকিট দিবেন। এই যে জাতির সঙ্গে প্রতারণা, ধর্মের সঙ্গে প্রতারণা, এটা বন্ধ করতে হবে।

রামগতি পৌর বিএনপির আহ্বায়ক সাহেদ আলীর সভাপতিত্বে সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।

রামগতি উপজেলা বিএনপির সদস্যসচিব সিরাজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, বাফুফে সহসভাপতি ওয়াহেদ উদ্দিন হ্যাপি, জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ ও রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, সবশেষ ২২ বছর আগে ২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে রামগতি উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়। এরপর একাধিকবার কমিটি গঠন করা হলেও সম্মেলন হয়নি। সবশেষ সম্মেলন ছাড়াই ২০২২ সালের ২৯ অক্টোবর এই দুটি শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু, শেষ হচ্ছে কবে

তিন দিনের মধ্যে সাদাপাথর ফেরত না দিলে ব্যবস্থা

উগান্ডার সঙ্গে ট্রাম্পের চুক্তি, জানা গেল নেপথ্য কারণ

ইসহাক দারের সঙ্গে কী আলোচনা হলো বিএনপি-জামায়াত-এনসিপির

মনোনয়নপত্র বিতরণ শুরু রোববার : রাকসু ট্রেজারার

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত

পাথরের জন্য মাইকিং, ডেডলাইন ২৬ আগস্ট

‘চোখের সামনেই আমার ছেলেটার মৃত্যু হয়েছে’

তুরাগের চার ওয়ার্ড বিচ্ছিন্নের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না : মোস্তফা জামান

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আমেরিকান প্রবাসী মিঠুর খাদ্যসামগ্রী বিতরণ

১০

যশোর-৬ আসন অপরিবর্তিত রাখার দাবিতে গণমিছিল

১১

কুকুরকে খাবার খাওয়ানোর কারণে নারীকে ৩৮ সেকেন্ডে ৮ বার থাপ্পড়!

১২

টেকনাফ সীমান্তের ওপারে আবারও গোলাগুলি, এপারে আতঙ্ক

১৩

চাঁদাবাজি করলে বহিষ্কারের পাশাপাশি স্থান হবে কারাগার : নীরব

১৪

রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ

১৫

বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন রোনালদো

১৬

আবারও ইউক্রেনের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

১৭

উপদেষ্টা মাহফুজ বিএনপি থেকে নির্বাচন করবেন কি না জানালেন বাবা আজিজুর

১৮

‘ধর্ষণে ব্যর্থ হয়ে শিশু ছোঁয়াকে আছড়ে হত্যা করে ফুপাতো ভাই’

১৯

সড়ক পরিহার করে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের

২০
X