কেন্দ্রীয় বিএনপির সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার কর্মসূচিতে মা-বোনদের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। কারণ আমাদের জীবনে সবচেয়ে আপন কারা? সবচেয়ে আপন মা। তাই মায়েদের পাশে থাকতে, স্বাবলম্বী এবং স্বচ্ছল করতে বিএনপির একগুচ্ছ পরিকল্পনা রয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কালকিনি উপজেলা ও পৌরসভা শাখার সদস্য সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধনকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ হলরুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারি, সাধারণ সম্পাদক মো. মাহাবুব হোসেন মুন্সী, উপজেলা মহিলা দলের নেতারাসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
খোকন তালুকদার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে বিএনপিকে যদি মহান আল্লাহপাক দেশ পরিচালনার দায়িত্বে আনেন, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেক অসহায় পরিবারকে একটি হেল্প কার্ড প্রদান করবেন। এই কার্ডের মাধ্যমে প্রতিমাসে আর্থিক সহযোগিতা পাবেন। ফলে সবার মাঝে সচ্ছলতা ফিরে আসবে, কেউ আর অসহায় থাকবেন না।
তিনি আরও বলেন, আগামীর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে কালকিনির সকল মা-বোনদের কাছে বিএনপির প্রতীক ‘ধানের শীষে’ ভোট চাই।
মন্তব্য করুন