ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

উল্টোপথের ট্রাকের চাপায় স্বপ্ন হারালেন মতিন-হাফিজ

বাসের সংঘর্ষে আহত যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়। ছবি : কালবেলা
বাসের সংঘর্ষে আহত যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়। ছবি : কালবেলা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের বাগান এলাকায় ময়মনসিংহগামী থ্রি হুইলারের সঙ্গে উল্টোপথে ঢাকাগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।

বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের বাগান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- থ্রি হুইলারচালক ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের শামসুল হকের ছেলে আব্দুল মতিন (৪৬) ও থ্রি হুইলারে থাকা যাত্রী উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড়ি গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রশিদের ছেলে ব্যবসায়ী মো. হাফিজ উদ্দিন (৫০)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উল্টোপথে যাওয়া ঢাকাগামী একটি ট্রাক ময়মনসিংহগামী লেন দিয়ে যাওয়া থ্রি হুইলারকে ধাক্কা দেয়। এতে থ্রি হুইলারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই থ্রি হুইলারচালক আব্দুল মতিন নিহত হন। থ্রি হুইলারে থাকা যাত্রী ব্যবসায়ী মো. হাফিজ উদ্দিন গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় ত্রিশাল ফায়ার সার্ভিসে কর্মীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

স্থানীয়দের অভিযোগ মহাসড়কের একটি অংশে মেরামত কাজ চলমান থাকায় বেশ কিছুদিনযাবত পূর্ব পাঁচপাড়া এলাকার ইউটার্ন থেকে যাত্রীবাহী বাস, ট্রাকসহ সব যানবাহন উল্টোপথে চলাচল করছিল। মাঝে মাঝে থানা পুলিশ উল্টোপথে চলা গাড়ি রোধ করলেও পুলিশ না থাকলেই উল্টোপথে চলাচল করে আসছে যানবাহন। ফলে গত কয়েকদিনে মহাসড়কের ওই অংশটুকুতে ৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এমন ঘটনার পরও কার্যত কোনো পদক্ষেপে নেই ত্রিশাল ট্র্যাফিক পুলিশের।

উল্টোপথে যানবাহন চলাচল বন্ধ করতে প্রয়োজনে সড়ক পরিবহন আইনে জরিমানা ও মামলার বিধান বাস্তবায়নের দাবি জানান স্থানীয়রা।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর কালবেলাকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত ব্যক্তির কাছ থেকে কিছু টাকা উদ্ধার করা হয়, যা তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমেদ কালবেলাকে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় দলের ব্যাটিং কোচ হলেন আশরাফুল

খুলনার ৫ আসনে বিএনপির প্রার্থী যারা

নারায়ণগঞ্জের ৪টি আসনে বিএনপির প্রার্থী যারা

রংপুরের ছয় আসনে বিএনপির প্রার্থী হলেন যারা

ফেনীতে বিএনপি মনোনীত প্রার্থী হলেন যারা

চাঁদপুরের ৫ আসনে প্রার্থী হলেন যারা

সাগর জাহানের নতুন মেগা ধারাবাহিক ‘বিদেশ ফেরত’

পাবনা-৫ আসনে বিএনপির প্রার্থী শিমুল বিশ্বাস

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

এনসিপি কত আসনে প্রার্থী দেবে, জানালেন সারজিস

১০

গণঅভ্যুত্থান-পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ের রেকর্ড প্রবৃদ্ধি

১১

বিএনপির প্রার্থী তালিকায় হেভিওয়েটসহ যাদের নাম নেই

১২

লক্ষ্মীপুরে বিএনপির মনোনয়ন পেলেন যারা

১৩

কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‘নয়া মানুষ’

১৪

নরসিংদীতে বিএনপির প্রার্থী যারা

১৫

২৩৭ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির, তালিকায় নেই শিল্পীরা

১৬

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ বাতিল / সরকারকে ধন্যবাদ জানাল জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ

১৭

বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় খালেদা জিয়াসহ জায়গা পেলেন যারা

১৮

হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিএনপির যে প্রার্থী

১৯

এমএইচআর এডুকেশনের আয়োজনে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫’ অনুষ্ঠিত

২০
X