বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের বুশরা

শিক্ষার্থী বুশরা ইসলাম নাজিফাকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের নেতারা। ছবি : কালবেলা
শিক্ষার্থী বুশরা ইসলাম নাজিফাকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের নেতারা। ছবি : কালবেলা

আল খায়ের ফাউন্ডেশন আয়োজিত জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় পটুয়াখালীর বাউফলের বুশরা ইসলাম নাফিজা প্রথম হয়েছেন। বিষয়টি জানাজানি হওয়ার পরে বিভিন্ন মহলে প্রশংসায় ভাসছেন বুশরা।

গত মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার গুলশান এলাকায় আয়োজিত জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন।

শিক্ষার্থী বুশরা ইসলাম নাজিফা পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ রোড এলাকার হাফেজ মো. বেল্লাল হোসেনের মেয়ে। তিনি বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

বুশরার বাবা হাফেজ মো. বেল্লাল হোসেন কালবেলাকে জানান, পরিবারের লোকজন প্রচারবিমুখ হলেও ক্রমান্বয়ে এলাকায় সবার মধ্যে বিষয়টি জানাজানি হয়ে সে (বুশরা) সবার প্রশংসা পায়। সবকিছু ঠিকঠাক থাকলে আল্লাহর রহমতে এবার সে সবার দোয়া নিয়ে কাতারে আন্তর্জাতিক কোরআন তোলোয়াত প্রতিযোগিতায় অংশ নেবে।

তিনি আরও জানান, সে নিজে উপজেলার বগী কর্পূরকাঠী মোহাম্মদিয়া হিফজ মাদ্রাসা নামে একটি কোরআন শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষক। ব্যক্তিগত জীবনে কওমিয়া বিভাগের ছাত্র ছিলেন এবং পরবর্তী সময়ে একটি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশের পর কোরআন শিক্ষকতা পেশায় জড়িয়ে পড়েন। বুশরার মা ফারজানা আক্তারও একজন হাফেজা। পৌর সদরের আলহেরা বালিকা হিফজ মাদ্রাসা নামে একটি কোরআন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে আছেন। মেয়ে বুশরা ইসলাম তার কাছেই কোরআন শিক্ষা নেয়। মায়ের কাছে কোরআন শিক্ষার পাশাপাশি সে জেনারেল শিক্ষার ক্ষেত্রে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত। হুজাইফা ও মো. তাজওয়ান নামে আরও দুটি সন্তান রয়েছে তার। এদের মধ্যে বুশরা সবার বড়।

এরপর আল্লাহর ইচ্ছায় আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় দেশের সম্মান বয়ে আনবে বুশরা এমন প্রত্যাশায় সবার দোয়া কামনা করেছেন তিনি।

এদিকে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় বুধবার (২৭ আগস্ট) জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ তাকে অভিনন্দন জানান। বুশরার কৃতিত্বের জন্য ড. মাসুদের পক্ষ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার উপজেলার সভানেত্রী মোসা. সানজিদা আক্তার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. লিমন হোসেন, অফিস সম্পাদক মো. জুবায়ের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা বাইতুল মাল সম্পাদক মাওলানা মহমুদুল্লাহ, বাউফল পৌরসভার আমির মাওলানা সেলিমুর রহমানসহ কয়েকজন নেতৃবৃন্দ তাদের বাসায় গিয়ে মিষ্টি ফুলেল শুভেচ্ছা জানায়।

এ বিষয়ে বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. খলিলুর রহমান কালবেলাকে জানান, বুশরা জেনারেল শিক্ষায়ও একজন মেধাবী ও বিনয়ী শিক্ষার্থী। তার এ সাফল্য স্কুল ও সমগ্র বাউফলের সুনাম দেশে ছড়িয়ে দিয়েছে। স্কুলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা 

আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স, দাম কত জানেন?

নারী শিক্ষার্থীদের কাছে ভোট ও দোয়া চাচ্ছেন ডাকসুর এজিএস পদপ্রার্থী মায়েদ

এয়ারলাইনসের ‘ভুল সিদ্ধান্ত’ / বিদেশ যেতে বিমানবন্দর সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরছেন হোসাইন

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, যে যোগ্যতা দরকার

মাঝআকাশে বোতল-ব্যাগে মলমূত্র ত্যাগ করলেন যাত্রীরা

ইরানের পাল্টা হামলা, ক্ষতিপূরণ দাবি করছেন ৫৩ হাজার ইসরায়েলি

যোদ্ধাদের সামরিক প্রধানের পর মুখপাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করল ইসরায়েল

সবুজায়ন হচ্ছে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি

বিইউবিটির আইন ও বিচার বিভাগের সঙ্গে ৮ প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

রাস্তা নিয়ে দুর্ভোগ, ভেঙে যাচ্ছে বিয়ে!

১১

এটা সারপ্রাইজ হিসেবে থাকুক : তিশা

১২

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা উপলক্ষে মতবিনিময় সভা

১৩

‘আমার বিয়ের দাওয়াত খাইতে চাইলে ডাকসুতে জিতান’

১৪

বিএনপির দুই নেতাকে শোকজ

১৫

বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : মির্জা ফখরুল

১৬

ইশরাকের পোস্ট শেয়ার করে রাশেদ বললেন, ‘নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে’

১৭

প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে বিএনপি

১৮

ট্রাম্পের শুল্ক অবৈধ ঘোষণা মার্কিন আদালতে, এখন কী হবে?

১৯

ধুঁকতে থাকা ম্যানইউতে যাচ্ছেন আর্জেন্টিনার ‘বাজপাখি’!

২০
X