নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০২ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ওবায়দুল কাদেরের নির্বাচনী প্রচার শুরু করলেন কাদের মির্জা

নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছেন কাদের মির্জা। ছবি : কালবেলা
নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছেন কাদের মির্জা। ছবি : কালবেলা

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তার ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বসুরহাট পৌরসভার ৯ ওয়ার্ডে একযোগে দোয়া মাহফিল ও কর্মী সমাবেশের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

এতে ১, ২, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। অন্যদিকে ৩, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওবায়দুল কাদেরের পক্ষে নৌকা মার্কার সমর্থনে বসুরহাট পৌরসভার সকল ওয়ার্ডে একযোগে কর্মী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করা হয়েছে।

সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল বলেন, আমাদের এ আসনে ওবায়দুল কাদেরের বিকল্প কেউ নাই। তাই তিনিই আমাদের একমাত্র প্রার্থী হিসেবে নৌকা মার্কার পক্ষে গণসংযোগ বাড়ানোর লক্ষ্যে নির্বাচনী কার্যক্রম শুরু করা হয়েছে।

অনুষ্ঠানগুলোতে বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের, ওবায়দুল কাদেরের ভাগনে পৌর আওয়ামী সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত, জেলা পরিষদের সাবেক সদস্য আকরাম উদ্দিন সবুজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর প্রমুখ উপস্থিত ছিলেন।

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল কাদেরের দীর্ঘদিনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ মারা গেছেন। এবারের নির্বাচনে বিএনপিতে প্রার্থী চূড়ান্ত না হলেও নৌকা প্রতীক নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১৯৯৬ সালে জাতীয় পার্টি প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমেদকে হারিয়ে নোয়াখালী-৫ আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সালে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমেদকে মাত্র এক হাজার ৩৭১ ভোটে পরাজিত করে বিগত টানা তিনবার এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

জেনে নিন আজকের নামাজের সময়সূচি

এলোপাতাড়ি কুপিয়ে স্ত্রীকে হত্যা

ক্যাশমেমো নেই, খুচরা বাজারে দ্বিগুণ দাম কাঁচামালে

রামপুরায় ভবনের ৬ তলা থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

কুড়িয়ে পাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা ফেরত দিলেন ভ্যানচালক

বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার / ৪ জনকেই হত্যা করা হয়েছে, ধারণা পুলিশের

ওসির বদলির খবরে মোহাম্মদপুর থানার সামনে মিষ্টি বিতরণ স্থানীয়দের

বিএনপি নেতা আব্দুস সালামের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন 

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

১০

নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন / মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

১১

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

১২

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৩

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

১৪

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

১৫

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

১৬

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

১৭

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

১৮

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

১৯

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

২০
X