বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশে স্বৈরাচার ঠেকাতে সবাইকে সজাগ থাকতে হবে : মনি

বরগুনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নুরুল ইসলাম মনি। ছবি : কালবেলা
বরগুনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নুরুল ইসলাম মনি। ছবি : কালবেলা

বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেছেন, সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচন যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে আমাদের শপথ নিতে হবে দেশে আর কোনো অবস্থাতেই স্বৈরাচার প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।

সোমবার (১ সেপ্টেম্বর) বরগুনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং সব ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নুরুল ইসলাম মনি বলেন, বিএনপি জয়ী হলে দেশে একটি জাতীয় সরকার গঠন করা হবে, যেখানে সব দলের অংশগ্রহণের সুযোগ থাকবে।

এদিন সকালে বরগুনা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা হয়। সকাল সাড়ে ৭টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। পরে বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট চত্বরে সমাবেশে মিলিত হয়।

বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ নুরুল ইসলাম মনি। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সাবেক সহসভাপতি ফজলুল হক মাস্টার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম সফিকুজ্জামান মাহফুজ, বিএনপি নেতা এসএম হুমায়ূন হাসান শাহীন ও অ্যাডভোকেট মো. রেজবুল কবির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ জেলায় নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ, বেতন ছাড়া মিলবে আরও সুবিধা

পুকুর থেকে পরপর দুই শিশুর মরদেহ উদ্ধার

ভিপি নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

আগস্টে সাড়ে ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়

বিএনপির ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ সবার হবে : ডা. জাহিদ

২ বলে ২ উইকেট নাসুমের, চাপে নেদারল্যান্ডস

আন্তর্জাতিক পর্যটন মেলা-বিটিটিএফ শুরু আগামী মাসে

ফ্রিজে থাকা লাশের কবরের হিসাব কীভাবে নেওয়া হবে?

জিয়া নামের কারণে বিটিভির কালো তালিকায় নির্মাতা জিয়াউদ্দিন

ইউসিএসআই ইউনিভার্সিটিরকম্পিউটার ফ্যাকাল্টির নতুন ডিন ড. সৈয়দ আখতার

১০

মুন্সীগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১১

পিআর নিয়ে যে অবস্থান নিল জামায়াত

১২

ঠাকুরগাঁও ব্যাংকার্স ক্লাবের সভাপতি প্রশান্ত সামির, সম্পাদক জিল্লুর রহমান

১৩

বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে যুক্তরাষ্ট্রের কোম্পানি

১৪

ঢাকা মহানগর দায়রা জজ হলেন সাব্বির ফয়েজ 

১৫

আপনারা কি তামাশা করেন, প্রশ্ন আবিদের

১৬

ডাকসু কেউ ভিক্ষা দেয়নি, ছাত্ররা আদায় করে নিয়েছে :  সিবগাতুল্লাহ

১৭

দেব-শুভশ্রীর পাল্টাপাল্টি জবাব, নায়িকার সম্মানহানি চাননি নায়ক

১৮

চবিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর স্থানীয়দের সাত দফা দাবি

১৯

ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই : ঢাবি প্রশাসন

২০
X