নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষের কক্ষের সামনে বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। বোমাটি উদ্ধারে কাজ করছেন র্যাব ও পুলিশের সদস্যরা।
শনিবার (১৭ জুন) বেলা ১১টার দিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় বোমা আতঙ্ক বিরাজ করে।
গুরুদাসপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান জানান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইদুর রহমান সাঈদ বিশেষ কাজে সকালে প্রতিষ্ঠানে যান। এ সময় তার কক্ষের তালা খুলতে গিয়ে দরজার সামনে তিনি একটি প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। সেখানে লেখা রয়েছে ‘আম্রপালি ৩০ কেজি। প্রাপক অধ্যক্ষ বঙ্গবন্ধু কলেজ, গুরুদাসপুর, নাটোর। পার্সেলটি দেখে সন্দেহ হলে অধ্যক্ষ বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নাটোরের র্যাব ক্যাম্পে জানায়। পরে র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি আরও জানান, প্রাথমিক পরীক্ষায় সেখানে বড় ধরনের বিস্ফোরক সার্কিট শো করে। বস্তায় বড় ধরনের বিস্ফোরক থাকতে পারে সন্দেহে বোম ডিসপোজাল টিমকে খবর দেয় র্যাব। বিস্ফোরক নিষ্ক্রিয় দল এসে পরীক্ষা করার পরই উন্মোচিত হবে ওই পার্সেলে কী রয়েছে।
মন্তব্য করুন