লোহাগড়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে পেটাল পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতিনড়াইলের লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান সম্রাটের নেতৃত্বে হামলা চালিয়ে বীর মুক্তিযোদ্ধা সাইফ উদ্দীনের ছেলে এবং মধুমতি হেলথ কেয়ারের মালিক নিজাম উদ্দিন তুষারকে (৪২) গুরুতর আহত করেছে।
শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় মধুমতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তুষার সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার (১৫ জুন) পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান সম্রাট একজন রোগীকে আমার পরিচালনাধীন মধুমতি হেলথ কেয়ারে ডাক্তার দেখাতে আসেন। এসেই অভিযুক্ত সম্রাট প্রতিষ্ঠানের সিরিয়াল ভেঙে সবার আগে তার রোগীকে ডাক্তার দেখানোর জন্য তুষারের ওপর চাপ দেয়। এ সময় তুষার বিনয়ের সঙ্গে সম্রাটকে বলেন, চার থেকে পাঁচজন রোগী সিরিয়ালে আছে একটু অপেক্ষায় করেন, আমি আপনার রোগী দেখিয়ে দিব। তিনি আরও বলেন, অপেক্ষমাণ রোগীরা অনেক সময় ধরে বসে আছে, আমি যদি সিরিয়াল ভঙ্গ করে আপনার রোগীকে দেখাই তাহলে আমার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হবে। এজন্য দয়া করে একটু অপেক্ষা করুন। পরবর্তীতে সম্রাট তার রোগীকে ডাক্তার দেখানোর পর মধুমতি হেলথ কেয়ার থেকে চলে যান।
এরই জের ধরে শুক্রবার (১৬ জুন) সন্ধ্যায় পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান সম্রাট চা খাওয়ার কথা বলে প্রতিষ্ঠান থেকে তুষারকে বাইরে ডেকে নিয়ে আসে। এ সময় তুষার কোনো কিছু বুঝে উঠার আগেই সম্রাটের সহযোগী রিয়াজুল, হানিফ, সুমন, ইয়ামিন, রুবেলসহ অজ্ঞাত ৭ থেকে ৮ জন লোহার রড, হাতুড়ি, চাইনিজ কুড়াল, লাঠিসোটা নিয়ে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় দুর্বৃত্তরা তুষারের কাছে থাকা নগদ ৭২ হাজার টাকা ও গলায় থাকা একটি সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়। তুষারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে অভিযুক্ত পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সম্রাটের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তুষারের ওপর সংঘবদ্ধভাবে কোনো হামলার ঘটনা ঘটেনি, তবে তার সঙ্গে আমার হাতাহাতির ঘটনা ঘটেছে বলে জানান।
পারিবারিক সূত্রে জানা যায়, মধুমতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক তুষার আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং লোহাগড়া উপজেলার কৃতিসন্তান মরহুম লেফটেন্যান্ট এম এম মতিউর রহমানের ভাগিনা।
এ ঘটনায় তুষার বাদী হয়ে শনিবার (১৭ জুন) দুপুরে লোহাগড়া থানায় একটি মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই কেএম তৌফিক আহমেদ টিপু জানান, এজাহারভুক্ত আসামিদের আটকের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে।
এ বিষয়ে লোহাগডা থানার ওসি মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন