লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় নিহত কৃষকের পরিবারের পাশে থাকার ঘোষণা মাশরাফির

নড়াইলের লোহাগড়ায় নিহত কৃষক সুফল বিশ্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে শনিবার মাশরাফি বিন মুর্তজা দেখা করেন। ছবি : কালবেলা
নড়াইলের লোহাগড়ায় নিহত কৃষক সুফল বিশ্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে শনিবার মাশরাফি বিন মুর্তজা দেখা করেন। ছবি : কালবেলা

নড়াইলের লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত কৃষক সুফল বিশ্বাসের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। তিনি পরিবারটিকে সহযোগিতা করার আশ্বাস দেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে সুফল বিশ্বাসের বাড়িতে যান মাশরাফি। তিনি নড়াইল-২ আসনের সংসদ সদস্য।

এ সময় তিনি নিহত সুফল বিশ্বাসের স্ত্রী সোনা রানী বিশ্বাস, মা দেনতারা বিশ্বাস ও তিন সন্তানের সঙ্গে কথা বলে তাদের খোঁজ-খবর নেন। মাশরাফি তাদের আশ্বস্ত করে বলেন, ‘আমি এ চেয়ারে থাকলেও আপনাদের পরিবারের পাশে থাকব, না থাকলেও পাশে থাকব। সুফলের তিন সন্তানের লেখাপড়ার দায়িত্ব আমরা বহন করব।’

তিনি আরও বলেন, ‘এ দেশের মাটি আপনাদের, আমাদের সবার। আপনারা নিজেদের কখনো দুর্বল মনে করবেন না। সব সময় আমরা আপনাদের পাশে আছি এবং থাকব।’

মাশরাফি বলেন, ‘বিচ্ছিন্ন ঘটনা ঘটার পূর্বেই সমাধান করতে হবে। আমরা অশান্তি চাই না। নিজেদের সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। এ অঞ্চলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন-খারাবির ঘটনা ঘটে। এ নিয়ে নিরপরাধ মানুষকে আসামি করা হয়, এটি কাম্য নয়। এ ছাড়া অনেক হত্যার বিচার হয় না। একশ্রেণির ধুরন্ধর ও লোভী মাতব্বররা মোটা অংকের অর্থের বিনিময়ে মামলা মিটিয়ে ফেলেন। এতে বিচার না হওয়ায় পরে আরও হত্যার ঘটনা ঘটে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরান আহমেদ শিকদার, বীর মুক্তিযোদ্ধা মগবুল হোসেন, প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন, লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুম শিকদার।

লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরান আহমেদ বলেন, ‘ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ৩০ কেজি চাল এবং সুফলের স্ত্রী সোনা রানী বিশ্বাসের নামে বিধবা ভাতার ব্যবস্থা করা হয়েছে। সুফলের তিন সন্তানের স্কুলের লেখাপড়ার যাবতীয় খরচ সরকার বহন করবে।’

১৭ আগস্ট দুর্বৃত্তদের হামলায় কৃষক সুফল বিশ্বাস (৩৬) নিহত হন। ১৯ আগস্ট সুফলের স্ত্রী সোনা রানী বিশ্বাস বাদী হয়ে লোহাগড়া থানায় চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। গ্রেপ্তার হয়েছেন দুজন।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দীন বলেন, ‘বাকি আসামিদের গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে পদ হারালেন মাসুদ

সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে ফুটবল দুনিয়াকে চমকে দেওয়া কে এই নারী ফুটবলার?

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

পলোগ্রাউন্ড ময়দানে ভাষণ দেবেন তারেক রহমান / ‘স্মরণকালের সবচেয়ে বড়’ মহাসমাবেশ আয়োজনে প্রস্তুত চট্টগ্রাম

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচার, এলাকায় চাঞ্চল্য

টিভিতে আজকের যত খেলা

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

যশোরে পোস্টাল ব্যালটে ভোট দিবেন ১২৯ কারাবন্দি

রাজধানীতে আজ কোথায় কী

১০

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

ট্যুর ভাতাসহ চাকরি দিচ্ছে আকিজ বশির গ্রুপ

১৩

২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায় 

১৪

মুসলিম ব্রাদারহুড / ইইউকে চাপ দিচ্ছে ফ্রান্স

১৫

আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

ভোট চুরি ঠেকাতে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

১৭

২৪ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেই হবে : সাকি

২০
X