লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় নিহত কৃষকের পরিবারের পাশে থাকার ঘোষণা মাশরাফির

নড়াইলের লোহাগড়ায় নিহত কৃষক সুফল বিশ্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে শনিবার মাশরাফি বিন মুর্তজা দেখা করেন। ছবি : কালবেলা
নড়াইলের লোহাগড়ায় নিহত কৃষক সুফল বিশ্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে শনিবার মাশরাফি বিন মুর্তজা দেখা করেন। ছবি : কালবেলা

নড়াইলের লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত কৃষক সুফল বিশ্বাসের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। তিনি পরিবারটিকে সহযোগিতা করার আশ্বাস দেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে সুফল বিশ্বাসের বাড়িতে যান মাশরাফি। তিনি নড়াইল-২ আসনের সংসদ সদস্য।

এ সময় তিনি নিহত সুফল বিশ্বাসের স্ত্রী সোনা রানী বিশ্বাস, মা দেনতারা বিশ্বাস ও তিন সন্তানের সঙ্গে কথা বলে তাদের খোঁজ-খবর নেন। মাশরাফি তাদের আশ্বস্ত করে বলেন, ‘আমি এ চেয়ারে থাকলেও আপনাদের পরিবারের পাশে থাকব, না থাকলেও পাশে থাকব। সুফলের তিন সন্তানের লেখাপড়ার দায়িত্ব আমরা বহন করব।’

তিনি আরও বলেন, ‘এ দেশের মাটি আপনাদের, আমাদের সবার। আপনারা নিজেদের কখনো দুর্বল মনে করবেন না। সব সময় আমরা আপনাদের পাশে আছি এবং থাকব।’

মাশরাফি বলেন, ‘বিচ্ছিন্ন ঘটনা ঘটার পূর্বেই সমাধান করতে হবে। আমরা অশান্তি চাই না। নিজেদের সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। এ অঞ্চলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন-খারাবির ঘটনা ঘটে। এ নিয়ে নিরপরাধ মানুষকে আসামি করা হয়, এটি কাম্য নয়। এ ছাড়া অনেক হত্যার বিচার হয় না। একশ্রেণির ধুরন্ধর ও লোভী মাতব্বররা মোটা অংকের অর্থের বিনিময়ে মামলা মিটিয়ে ফেলেন। এতে বিচার না হওয়ায় পরে আরও হত্যার ঘটনা ঘটে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরান আহমেদ শিকদার, বীর মুক্তিযোদ্ধা মগবুল হোসেন, প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন, লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুম শিকদার।

লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরান আহমেদ বলেন, ‘ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ৩০ কেজি চাল এবং সুফলের স্ত্রী সোনা রানী বিশ্বাসের নামে বিধবা ভাতার ব্যবস্থা করা হয়েছে। সুফলের তিন সন্তানের স্কুলের লেখাপড়ার যাবতীয় খরচ সরকার বহন করবে।’

১৭ আগস্ট দুর্বৃত্তদের হামলায় কৃষক সুফল বিশ্বাস (৩৬) নিহত হন। ১৯ আগস্ট সুফলের স্ত্রী সোনা রানী বিশ্বাস বাদী হয়ে লোহাগড়া থানায় চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। গ্রেপ্তার হয়েছেন দুজন।

এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দীন বলেন, ‘বাকি আসামিদের গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু আজ

ছেলেদের জন্য কিছু স্টাইলিশ আউটফিট কম্বিনেশন

বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ আজ

আর্জেন্টিনার আগেই এশিয়া সফরে আসছে ব্রাজিল, জেনে নিন ম্যাচসূচি

দুর্ভিক্ষের গাজায় পদে পদে বিপদ, নিহত আরও ৬৪

বৃষ্টিতে বাইক চালাতে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

যুবকের কাণ্ডে ৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

২০২৬ সালে রোজা শুরু হতে পারে যেদিন থেকে

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদনের শুনানি ফের আজ

সকালে উঠে ভুলেও করবেন না এই ৫ কাজ

১০

উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল : রিজভী

১১

কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

১২

সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ, কচুরিপানার নিচে মিলল লাশ

১৩

সপ্তাহের ব্যবধানে সাড়ে ৪ হাজার সেনা হারাল ইউক্রেন

১৪

অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দিচ্ছে আড়ং

১৫

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৬

এসিআই-এ নিয়োগ, আবেদন করুন অনলাইনে

১৭

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৮

বসতভিটা ছিনিয়ে নেওয়ার হুমকি, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

১৯

ব্রাজিলের মন্ত্রীর মার্কিন ভিসা বাতিল, দায়িত্বজ্ঞানহীন বললেন লুলা

২০
X