হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ঋণ না দেওয়ায় এনজিও অফিসে বিষপান, অতঃপর...

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালী হাতিয়ায় আশ্বাসের পর ঋণ না দেওয়ায় ‘হীড বাংলাদেশ’ এনজিও অফিসে বিষপান করে শংকর সাহা নামের এক ঋণগ্রহীতা। অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর মারা যান তিনি।

নিহতের পরিবারের অভিযোগ, এনজিওর অফিসের লোকজন শংকরকে ঋণ না দিয়ে উল্টো তাকে বিষ খাইয়ে হত্যা করেছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাতিয়া থানা পুলিশ।

নিহত শংকর সাহা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ষশী চন্দ্র সাহার ছেলে। তিনি দুই সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, দিনমজুর শংকর সাহা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। পরিবারের অভাব দূর করতে গত ৮-৯ মাস আগে ‘হীড বাংলাদেশ’ নামের এনজিওর ওছখালি শাখা থেকে শতকরা সাড়ে ১২ শতাংশ সুদে ২ লাখ টাকা ঋণ গ্রহণ করে। ঋণ গ্রহণের সময় এনজিও থেকে জানানো নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করলে পুনরায় তাকে ২ লাখ টাকা ঋণ দেওয়া হবে।

নিহতের স্ত্রী রিংকু সাহা অভিযোগ করে বলেন, এনজিও থেকে নেওয়া ২ লাখ টাকা পরিশোধের পর সোমবার বিকেল ৪টার দিকে পুনরায় ঋণের জন্য যায় শংকর। এর আগেও দু-দিন গিয়ে খালি হাতে ফিরে এসেছিল। আজ বিকেল সাড়ে ৪টার দিকে শংকর আমাকে মোবাইলে জানায় হীড অফিসাররা ঋণ দেবে না। বিষয়টি নিয়ে তারা তাকে অপমানমূলক কথা বলছে। এরপর বিকেল সাড়ে ৫টার দিকে অফিসের একটি মোবাইল থেকে আমার ছেলে হৃদয় সাহাকে জানানো হয় শংকর বিষ পান করেছে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

তিনি অভিযোগ করে আরও বলেন, এনজিও অফিসাররা ঋণ না দিয়ে উল্টো শংকরকে অপমান ও মানসিকভাবে চাপ প্রয়োগ করে। সবশেষ তারা অফিসে যাওয়ার পর শংকরকে বিষ খাইয়ে হত্যা করে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন।

হীড বাংলাদেশ ওছখালি শাখার এরিয়া ম্যানেজার অলক কুমার হালদার কালবেলাকে বলেন, শংকর ১১ কিস্তিতে দুই লাখ টাকা ঋণ নেওয়ার পর ১০ মাসের কিস্তি পরিশোধ করেছিল। আগামী অক্টোবর মাসে ২০ হাজার টাকা কিস্তি বাকি ছিল। প্রতি মাসে নির্দিষ্ট সময়ে সে কিস্তির টাকা পরিশোধ করতে পারতো না। এরই মধ্যে কয়েকদিন আগে তার শ্বশুরবাড়ির আত্মীয় পরিচয়ে আমাদের ফিল্ড কর্মকর্তাকে জানানো হয় শংকরকে যেন নতুন করে ঋণ না দেওয়া হয়। কারণ সে ঋণ পরিশোধ করতে পারবে না। তবে ওই ব্যক্তি নিজের পরিচয় গোপন রাখেন।

অভিযোগের বিষয়ে এই কর্মকর্তা আরও বলেন, শংকর অফিসে আসার আগে বিষ পান করে এসেছে। অফিসে আসার আধা ঘণ্টা পর সে আমার ব্যবহৃত বাথরুমে গিয়ে বমি করতে শুরু করে। বিষয়টি বুঝতে পেরে আমরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। আমাদের অফিস থেকে তাকে বিষ প্রয়োগের কোনো সুযোগ নেই।

এ বিষয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক কালবেলাকে জানান, হাসপাতালে আনার পর তার পেট থেকে বিষ বের করা হয়েছিল। পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতিকালে সন্ধ্যা ৬টার দিকে তিনি মারা যান। ইঁদুরের ওষুধ বা কীটনাশক সেবনে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে বোঝা গেছে।

হাতিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের মরদেহ নেয়। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ ও নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর এজিএস মহিউদ্দীন

হামীম-মেঘমল্লারকে হারিয়ে ডাকসুর জিএস ফরহাদ

ডাকসুর ভিপি সাদিক কায়েম

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

কিরগিজস্তানে প্রতারণার শিকার ১৮০ বাংলাদেশি

‘সবটুকু দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমানত রক্ষা করব’

কাতারে হামলায় অংশ নেয় ইসরায়েলের ১৫ যুদ্ধবিমান, কয়েক সেকেন্ডে ছোড়া হয় ১০ গোলা 

এক জেলায় হরতাল, এক জেলায় অবরোধ চলছে

রোকেয়া হলে সাদিকের কাছে হারলেন উমামা ফাতেমা

বার্সার প্রেসিডেন্ট নির্বাচনে মেসির নামার গুঞ্জন!

১০

মেঘনা গ্রুপে চাকরি, থাকছে না বয়সসীমা

১১

চীন-রাশিয়ার সঙ্গে যুদ্ধ প্রস্তুতিতে যোগ দিল আরেক দেশ

১২

গঙ্গামতির সংরক্ষিত বন উজাড়

১৩

১০ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

১০ সেপ্টেম্বর : টিভিতে আজকের খেলা

১৫

দোহায় ইসরায়েলি হামলায় নিহত ৬

১৬

বলিভিয়ার উচ্চতায় নাকানিচুবানি খেল ব্রাজিল

১৭

মেসি ছাড়া শেষ ম্যাচে আর্জেন্টিনার হার

১৮

১০ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৯

জরিমানার কবলে দক্ষিণ আফ্রিকা দল

২০
X