রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মহিলা দল : মিনু

রাজশাহীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কথা বলেন মিজানুর রহমান মিনু। ছবি : কালবেলা
রাজশাহীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কথা বলেন মিজানুর রহমান মিনু। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। মহিলা দল সবসময় রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল। এটি আমাদের জন্য অনুপ্রেরণা।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী নগরীর একটি কনভেনশন সেন্টারের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

মিজানুর রহমান মিনু বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন মহিলা দল। প্রতিষ্ঠার পর থেকে জনকল্যাণমূলক নানা ধরনের কাজ করছে দলটি। দলীয় ইতিহাস ঐতিহ্যে মহিলা দলের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। নারীদের নিয়ে কাজ করছে প্রিয় সংগঠন মহিলা দল। সংগঠনে পদ-পদবির প্রতিযোগিতা থাকতে পারে। এটি অস্বাভাবিক নয়। তারপরও সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিতে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশের উন্নয়নে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। বর্তমানে আমাদের দেশের নারী ফুটবলাররা বিশ্ব কাঁপাচ্ছে। নারীরা অদম্য হয়ে উঠছে। যে কোনো কাজে নারীদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। নারীরা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বে সুনাম কুড়িয়েছে।

তিনি আরও বলেন, আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত সময়ে দেশ ও জাতির উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। শুধু দেশ ও দলকে ভালোবাসার জন্য তাকে অনেক অত্যাচার-নির্যাতন সহ্য করতে হয়েছে। তার মতো হয়তো পৃথিবীর আর কোনো নারীকে এত অত্যাচার-নির্যাতনের শিকার হতে হয়নি। তারপরও দেশের মানুষের জন্য অটল ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি ছিলেন আপসহীন। দলকে সুসংগঠিত করে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে রাসিকের সাবেক মেয়র বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রিয় সন্তান আমাদের নেতা তারেক রহমান দল ও দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করেছেন। তিনি আগামী দিনে বাংলাদেশের উন্নয়নে কাজ করবেন। আশা করছি তিনি খুব দ্রুত দেশের ফিরে আসবেন। তার নেতৃত্বেই আগামী দিনে বাংলাদেশ হবে উন্নত।

মিনু আরও বলেন, স্বৈরাচার হাসিনা বসে নেই। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশের মানুষকে সঙ্গে নিয়ে তার সব ষড়যন্ত্র রুখে দেবে। হাসিনার কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলেও উল্লেখ করেন এ বিএনপি নেতা। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহিলা দলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দলটির উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন তিনি।

রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুনের সভাপতিত্বে ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিফাত জেরিন তুলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি জাহান পান্না, নগর বিএনপির সাবেক সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, কেন্দ্রীয় মহিলা দল নেত্রী রোকসানা পারভিন টুকটুকি।

সভায় নগর মহিলা দলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে দলটির অসুস্থ মহানগর সভাপতির রোগমুক্তি ও মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা

তারেক রহমান আমাদের ঐক্যের প্রতীক : এম এ মালিক

২১ দফা না মানলে ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি সাংবাদিকদের

লাশের গন্ধে ভারী সুদানের আকাশ, আহমাদুল্লাহর ৫ প্রশ্ন 

স্বর্ণের দাম আবার বাড়ল

‘মেয়েদের মেসেজ দিয়ে ভুল করিনি’, মুখ খুললেন ঋজু বিশ্বাস

কেয়ামতের দিন পশু-পাখিরও যে অপরাধের বিচার হবে

পুতিনের নতুন পারমাণবিক অস্ত্র টর্পেডো ‘পসাইডন’, উদ্বিগ্ন ইউরোপ

তুরস্কের ১৪৯ রেফারি নিষিদ্ধ

চা বাগান থেকে গলাকাটা অবস্থায় আহত তরুণী উদ্ধার

১০

১৩ হাজার টাকায় বিক্রি ১ লিটার দুধ

১১

নির্বাচন বানচালের চেষ্টা করছে একাত্তরের পরাজিত শক্তি : ড্যানী

১২

২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

১৩

জামায়াতকে ১৯৭১ সালেই দেখেছি, নতুন করে দেখার কিছু নেই : আমিনুল

১৪

তালিমের নামে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত : হাবিব

১৫

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় ৩ বাহিনীর প্রধান

১৬

জামায়াতকে বাদ দিয়ে হলেও সব দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে যাবে : গণফোরাম

১৭

দেশে নতুন প্রতারকের জন্ম হয়েছে : কায়সার কামাল

১৮

ডিভোর্সে ৫ কোটি খোরপোশ চান মাহি! যা বললেন অভিনেত্রী

১৯

স্তন ক্যানসার প্রতিরোধে সবার ভূমিকা চান চসিক মেয়র

২০
X