বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে মহিলা দল : মিনু

রাজশাহীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কথা বলেন মিজানুর রহমান মিনু। ছবি : কালবেলা
রাজশাহীতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কথা বলেন মিজানুর রহমান মিনু। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। মহিলা দল সবসময় রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল। এটি আমাদের জন্য অনুপ্রেরণা।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী নগরীর একটি কনভেনশন সেন্টারের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

মিজানুর রহমান মিনু বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন মহিলা দল। প্রতিষ্ঠার পর থেকে জনকল্যাণমূলক নানা ধরনের কাজ করছে দলটি। দলীয় ইতিহাস ঐতিহ্যে মহিলা দলের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। নারীদের নিয়ে কাজ করছে প্রিয় সংগঠন মহিলা দল। সংগঠনে পদ-পদবির প্রতিযোগিতা থাকতে পারে। এটি অস্বাভাবিক নয়। তারপরও সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিতে কাজ করতে হবে।

তিনি বলেন, দেশের উন্নয়নে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। বর্তমানে আমাদের দেশের নারী ফুটবলাররা বিশ্ব কাঁপাচ্ছে। নারীরা অদম্য হয়ে উঠছে। যে কোনো কাজে নারীদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। নারীরা আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বে সুনাম কুড়িয়েছে।

তিনি আরও বলেন, আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত সময়ে দেশ ও জাতির উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। শুধু দেশ ও দলকে ভালোবাসার জন্য তাকে অনেক অত্যাচার-নির্যাতন সহ্য করতে হয়েছে। তার মতো হয়তো পৃথিবীর আর কোনো নারীকে এত অত্যাচার-নির্যাতনের শিকার হতে হয়নি। তারপরও দেশের মানুষের জন্য অটল ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি ছিলেন আপসহীন। দলকে সুসংগঠিত করে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে রাসিকের সাবেক মেয়র বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রিয় সন্তান আমাদের নেতা তারেক রহমান দল ও দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করেছেন। তিনি আগামী দিনে বাংলাদেশের উন্নয়নে কাজ করবেন। আশা করছি তিনি খুব দ্রুত দেশের ফিরে আসবেন। তার নেতৃত্বেই আগামী দিনে বাংলাদেশ হবে উন্নত।

মিনু আরও বলেন, স্বৈরাচার হাসিনা বসে নেই। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশের মানুষকে সঙ্গে নিয়ে তার সব ষড়যন্ত্র রুখে দেবে। হাসিনার কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলেও উল্লেখ করেন এ বিএনপি নেতা। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহিলা দলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দলটির উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন তিনি।

রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুনের সভাপতিত্বে ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিফাত জেরিন তুলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি জাহান পান্না, নগর বিএনপির সাবেক সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, কেন্দ্রীয় মহিলা দল নেত্রী রোকসানা পারভিন টুকটুকি।

সভায় নগর মহিলা দলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে দলটির অসুস্থ মহানগর সভাপতির রোগমুক্তি ও মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হা হা’ ইমোজি দিয়ে মধ্যরাতে ভিপি প্রার্থী উমামার পোস্ট

ভোটের ফলাফল মেনে নিয়ে ফেসবুক পোস্ট হামিমের

ফলাফল প্রত্যাখ্যান করলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ

ছয় হলের ফল প্রকাশ, শীর্ষ তিন পদেই এগিয়ে শিবির

তিন হলের ফল ঘোষণা, শিবির প্যানেল এগিয়ে 

ডাকসু নির্বাচন : নেতাকর্মীদের যে নির্দেশ দিল জামায়াত

সিসিটিভি ফুটেজ গায়েব করার অভিযোগ এস এম ফরহাদের

শাহবাগে মুখোমুখি অবস্থানে ছাত্রদল ও শিবির সমর্থকরা

ডাকসুর ফলাফল নিয়ে যে বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ

ডাকসুর ফল ঘোষণা কীভাবে, জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা

১০

ডাকসুর ভোট গণনায় সময় লাগার কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা

১১

বড় জয়ে এশিয়া কাপে দুর্দান্ত শুরু আফগানদের

১২

ছাত্রদল নেতার সঙ্গে বাগবিতণ্ডা, ঢাবি শিক্ষক বললেন, ‘এই কষ্ট কোনোদিন ভুলব না’

১৩

ডাকসু : উত্তেজনা নিরসনে বিএনপি-জামায়াতের সঙ্গে কথা বলেছে সরকার

১৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু কবে, জানাল ক্রিকইনফো

১৫

তিন হলের ভোট গণনা শেষ

১৬

শিবির ট্যাগ দিয়ে ডাকসুর নারী প্রার্থীর স্বামীকে হেনস্তা

১৭

জামাল-তপুদের নিরাপদে ফেরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে সরকার

১৮

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে স্ববিরোধী তদন্ত সিআইডির

১৯

নেপালে বাংলাদেশের টিম হোটেলে হামলার চেষ্টা

২০
X