গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের দুই নেতা একসঙ্গে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে কাশিয়ানী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তারা।
পদত্যাগকারীরা হলেন বিশ্বনাথপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী মোল্লার ছেলে হাকিম মোল্লা (৫৬) ও একই গ্রামের মৃত আয়নাল মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা (৪০)।
তারা দুজনই উপজেলার মহেশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারে আমলে উপজেলার মহেশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হিসেবে আমাদের নাম দেওয়া ছিল, যা আমরা জানতাম না। এ পদে বিগত দিনে আমরা কোনো প্রকার দায়িত্ব পালন করিনি, আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছায় বাংলাদেশ আওয়ামী লীগের সব কার্যক্রম থেকে পদত্যাগ ঘোষণা করছি।
মন্তব্য করুন