চট্টগ্রাম নগরীতে চেক প্রতারণা মামলায় এস এম নাঈম সুবহানি নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার নাঈম সুবহানি চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি।
রোববার (২১ সেপ্টেম্বর) রাতে নগরীর বাকলিয়া থানাধীন বাকলিয়া এক্সেস রোডের বিপরীত পাশে কামাল ইশকে মোস্তফা মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার নাঈম সুবহানি মোহাম্মদ শফিউল আলমের ছেলে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন কালবালাকে বলেন, গ্রেপ্তার নাঈম সুবহানির বিরুদ্ধে এলআই এক্টে দায়ের হওয়া মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডপ্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যার পর বাকুলিয়া এক্সেস রোডের বিপরীতে মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন