বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৭ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে মা-মেয়ের মৃত্যু, বাড়িতে শোকের ছায়া

জয়ন্তী মণ্ডল ও তার মেয়ে প্রতিভা মণ্ডল। ছবি : সংগৃহীত
জয়ন্তী মণ্ডল ও তার মেয়ে প্রতিভা মণ্ডল। ছবি : সংগৃহীত

‎রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জয়ন্তী মণ্ডলের মেয়ে প্রতিভা মণ্ডল (৩)। এর আগে রোববার সকালে ঢাকায় মারা যান জয়ন্তী মণ্ডল (৩৩)।

জয়ন্তী মণ্ডল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের সমির মণ্ডলের স্ত্রী ও তার মেয়ে প্রতিভা মণ্ডল।

‎জয়ন্তী মণ্ডলের ভাতিজা বিপুল মণ্ডল বলেন, সমির মণ্ডল স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঢাকায় থাকতেন। সেখান থেকে গত বুধবার জ্বরে আক্রান্ত হয় জয়ন্তী মণ্ডল ও তার মেয়ে প্রতিভা মণ্ডল। তাদের ঢাকার মহাখালী আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তাদের ডেঙ্গু জ্বর ধরা পড়ে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে জয়ন্তী মণ্ডল মারা যান। তার এক দিন পর সোমবার সন্ধ্যায় তার মেয়ে প্রতিভা মণ্ডল মারা যায়।

‎জানা গেছে, ‘২০১৩ সালে জয়ন্তীকে ভালোবেসে বিয়ে করে সমির মণ্ডল। দীর্ঘ ৯ বছরেও তাদের সন্তান হয়নি। চিকিৎসার পর ২০২২ সালের ১১ জুন সন্তান প্রতিভার জন্ম হয়। এখন ছোট মেয়ে রয়েছে তার বয়স ৫ মাস।

‎সমির মণ্ডল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি স্ত্রী জয়ন্তী মণ্ডল ও দুই মেয়েকে নিয়ে রাজধানীর মিরপুর-১ টোলারবাগ স্টাফ কোয়ার্টারে থাকতেন।

‎সমির মণ্ডল বলেন, গত ১৩ সেপ্টেম্বর রাতে তার স্ত্রী জয়ন্তী মণ্ডল জ্বরে আক্রান্ত হন। পরদিন ১৪ সেপ্টেম্বর ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। এরপর চিকিৎসকের পরামর্শে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। এরই মধ্যে ১৫ সেপ্টেম্বর মেয়ে প্রতিভা মণ্ডলও জ্বরে আক্রান্ত হয়। ১৭ সেপ্টেম্বর পরীক্ষায় তারও ডেঙ্গু শনাক্ত হয়। ‎১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জয়ন্তী বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স (বিআইএইচএস) হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর চিকিৎসকরা জানান, তার রক্তচাপ পাওয়া যাচ্ছে না। রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে ওইদিন রাত ১২টার দিকে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অন্যদিকে প্রতিভার অবস্থারও দ্রুত অবনতি হতে থাকে। ১৯ সেপ্টেম্বর দুপুরে তাকে বিআইএইচএস হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা পিআইসিইউতে ভর্তির পরামর্শ দেন। সেখানে সুবিধা না থাকায় প্রতিভাকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ২১ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে চিকিৎসকরা লাইফ সাপোর্ট খুলে দিয়ে জয়ন্তীকে মৃত ঘোষণা করেন। ওই দিনই বিকেলে তাকে বালিয়াকান্দি উপজেলার বাঘুটিয়া গ্রামে সমাহিত করা হয়। পরে গত ২২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় প্রতিভা মণ্ডল। ২৩ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে তাকে মায়ের পাশে সমাহিত করা হয়।

‎বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, আমার ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের সুকুমার মণ্ডলের ছেলের স্ত্রী ও কন্যা দুজনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিল। গত রোববার জয়ন্তী মণ্ডল ও সোমবার তার মেয়ে প্রতিভা মণ্ডল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে তাদের গ্রামে সমাহিত করা হয়েছে। তাদের এ অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, জয়ন্তী মণ্ডল ও তার কন্যা প্রতিভা মণ্ডল ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এটা সত্যি দুঃখজনক। ডেঙ্গু নিয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন এ চিকিৎসক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির পক্ষে কাজ করার ঘোষণা গণঅধিকার পরিষদের এমপি প্রার্থীর

পদত্যাগপত্র জমা দিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

যে দিনটিকে অবিস্মরণীয় বললেন তারেক রহমান

জাকির মৃত্যুতে স্তব্ধ ক্রিকেটাঙ্গন

রানার হ্যাটট্রিকও থামাতে পারল না সিলেটকে, শেষ বলে রুদ্ধশ্বাস জয়

এক উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত

ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি মুজিব, সম্পাদক নোমান

শ্বশুরবাড়িতে ‘প্রাণিপ্রেমী তারেক রহমান’

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

চেরকির ঝলকে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে শীর্ষে ম্যান সিটি

১০

‘উৎসবমুখর নির্বাচনে অবৈধ অস্ত্র উদ্ধার ও পেশি শক্তির নিয়ন্ত্রণ জরুরি’

১১

ফিলিস্তিনের পশ্চিম তীরে কারফিউ জারি

১২

জামায়াতের সঙ্গে এনসিপির জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন সামান্তা শারমিন

১৩

ইসরায়েলের ওপর ক্ষেপল সোমালিয়া, সব ধরনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

১৪

জনতা গ্রুপ-কুয়েত প্রেস ক্লাবের শুভেচ্ছা বিনিময় সভা

১৫

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপির প্রার্থী আবুল খায়েরকে নিয়ে ‘নির্বাচনী ভাবনা’ 

১৬

২ ভাইকে কুপিয়ে হত্যা

১৭

ফান্ডের টাকা ফেরত দেওয়া নিয়ে তাসনিম জারার বক্তব্য

১৮

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির ৩০ নেতার চিঠি 

১৯

হত্যাসহ ১০ মামলার আসামি মহিলা আ.লীগ নেত্রী গ্রেপ্তার

২০
X