বগুড়ায় এবার নজর কাড়ছে ১৬ ফুট উচ্চতার দুর্গা প্রতিমা। এটি রাজশাহী বিভাগের মধ্যে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা বলে দাবি করেছেন আয়োজকরা। আর এই প্রতিমা দেখতে ছোট থেকে বড় সবাই ভিড় করছেন মণ্ডপে।
বগুড়া শহরের চেলোপাড়ার দুর্জয় ক্লাবে স্থাপন করা হয়েছে ১৬ ফুট উচ্চতার এই দুর্গা প্রতিমা, যা শুধু বগুড়া জেলায় নয় রাজশাহী বিভাগের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা বলে দাবি করেছে ক্লাব কর্তৃপক্ষ।
বগুড়া পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও দুর্জয় ক্লাবের সভাপতি পরিমল প্রসাদ রাজ বলেন, শারদীয় এই উৎসবে আমরা খোঁজ নিয়ে জেনেছি ১৬ ফুট উচ্চতার দেবী দুর্গার প্রতিমা শুধু দুর্জয় ক্লাবে রয়েছে। রাজশাহী বিভাগের আর কোথাও নেই এত উচ্চতার দেবী দুর্গার প্রতিমা। তাই এটি রাজশাহী বিভাগের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। কলকাতার সল্টলেকের একটি দুর্গা প্রতিমা তৈরি ও পূজামণ্ডপ অনুসরণ করে সাজানো হয়েছে।
বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, দুর্জয় ক্লাবে দেবী দুর্গার প্রতিমা অনেক বড়। বগুড়ায় এবার নজর কাড়ছে ১৬ ফুটের এই দুর্গা প্রতিমা।
তিনি বলেন, জেলায় এ বছর ৬৮৬টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মন্দিরে কমিটির পক্ষ থেকে নিজস্ব স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। এ ছাড়া সিসি ক্যামেরা লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, জেলায় পূজামণ্ডপগুলোতে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। বিপুলসংখ্যক পুলিশের পাশাপাশি র্যাব ও আনসার বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার জন্য মণ্ডপে মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন