সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
মতবিনিময় সভায় বক্তারা

মহাসড়কে নিরাপত্তা ও অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য

সাভার হাইওয়ে থানার উদ্যোগে মতবিনিময় সভা। ছবি : কালবেলা
সাভার হাইওয়ে থানার উদ্যোগে মতবিনিময় সভা। ছবি : কালবেলা

ঢাকার সাভার হাইওয়ে থানার উদ্যোগে মহাসড়কে ছিনতাই, ডাকাতি, চোরাচালান, মাদকদ্রব্য পাচার ও যানজট নিরসন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মালিক, চালক, যাত্রী ও সাধারণ জনগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৫ অক্টোবর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে সাভার হাইওয়ে থানার উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন।

সভায় বক্তারা বলেন, মহাসড়কে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সক্রিয় ভূমিকা অপরিহার্য। পুলিশ একা চাইলেও অপরাধ দমন বা দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব নয়— জনগণের সচেতনতা ও সহযোগিতাই পারে মহাসড়ককে নিরাপদ রাখতে।

সভাপতির বক্তব্যে ওসি সালেহ আহমেদ বলেন, মহাসড়কে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করা শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এ কাজে জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। প্রতিটি চালক, যাত্রী ও পথচারীকে আইন মেনে চলতে হবে এবং নিজের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে। পুলিশ সর্বদা জনগণের সেবায় নিয়োজিত, মহাসড়কে যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড রোধে আমরা সদা সতর্ক অবস্থানে আছি।

তিনি আরও বলেন, ছিনতাই, ডাকাতি, মাদকদ্রব্য পাচার কিংবা চোরাচালান— এসব অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণেরও ভূমিকা থাকতে হবে। কেউ যদি অপরাধীদের আশ্রয় বা প্রশ্রয় না দেয় এবং সবাই যদি আইন মেনে চলে, তাহলে মহাসড়ক হবে আরও নিরাপদ ও দুর্ঘটনামুক্ত। বিশেষ করে দুর্ঘটনা রোধে মহাসড়কে অটোরিকশা চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে; কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন বলেন, জনগণের সহযোগিতা ছাড়া মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ করা বা অপরাধ দমন কোনোভাবেই সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে জনগণই হলো মূল শক্তি। পুলিশ একা চাইলেও সব কিছু নিয়ন্ত্রণে রাখা কঠিন। তাই আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। সন্দেহজনক কোনো কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। সবাই মিলে কাজ করলে আমরা একটি নিরাপদ, স্বস্তিদায়ক ও অপরাধমুক্ত মহাসড়ক গড়ে তুলতে পারব।

আরিফ হোসেন আরও বলেন, মহাসড়ক শুধু চলাচলের পথ নয়, এটি দেশের অর্থনীতি ও মানুষের জীবনরেখা— এ পথ নিরাপদ রাখতে সবার ঐক্য, সহযোগিতা ও সচেতনতা এখন সময়ের দাবি।

সভায় আরও উপস্থিত ছিলেন- এসআই আনজিল আহমেদ, সাভার থানা বিএনপির সহসভাপতি আব্দুল কাদের মাদবর, বিএনপি কর্মী মো. খায়রুজ্জামান, মো. ইব্রাহিম, মো. লিটন মিয়া, গণমাধ্যম কর্মী মিজানুর রহমান ও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি, মহাসড়ক ব্যবহারকারী যাত্রীসহ সাধারণ জনগণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুর্দিস্তানে ক্যান্সার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে

হোয়াইটওয়াশ করার মিশনে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ 

ভারত-পাকিস্তান ম্যাচে পোকামাকড়ের উপদ্রব!

৫৮ বছরে সন্তানের বাবা হলেন আরবাজ খান

শান্তি-শৃঙ্খলা রক্ষায় ১১০ ধারা প্রয়োগ করা হবে : ঢাকা জেলা প্রশাসক

একতা থাকলে ক্লিন গ্রিন হেলদি সিটি গড়া সম্ভব : চসিক মেয়র

ধানমন্ডিতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১০

এমপিওভুক্ত প্রতিষ্ঠানে অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষা উপদেষ্টার বার্তা

ছুটি শেষে রাকসুর প্রচার শুরু, রয়ে গেছে শঙ্কা

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার

১০

অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভেবে রেখেছেন : নাহিদ

১১

নতুন সংকট তৈরি হলে আরও একটা গণঅভ্যুত্থান হবে : মঞ্জু

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

১৩

তাহিরপুরে বালু মহালের জায়গা নির্ধারণ করে দিল প্রশাসন

১৪

সমালোচনায় আমার কিছু যায় আসে না : বাঁধন

১৫

চট্টগ্রামে দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর

১৬

সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত : আলী রীয়াজ

১৭

স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠার দাবি শিক্ষকদের

১৮

পে-কমিশনের সভায় দাবি উত্থাপিত না হওয়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের ক্ষোভ

১৯

জাল টাকায় ফোন কিনে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

২০
X