চট্টগ্রামের আনোয়ায় একটি ডাকাতি মামলায় জাফর(৫৭) নামে এক ব্যক্তির ১০ বছরের সাজা দেন আদালত। ১৯৯২ সালে আনোয়ারা থানায় এ মামলা করা হয়।
এই সাজা থেকে বাঁচতে আসামি জাফর ৩২ বছর আত্মগোপন করে থাকে। অবশেষে সোমবার (১১ সেপ্টম্বর) রাতে র্যাবের হাতে ধরা পড়েন। র্যাব-৭ এর একটি দল পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি সোহেল আহমদ।
গ্রেপ্তারকৃত জাফর উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া গ্রামের আব্দুনবীর ছেলে। আজ দুপুরে তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করলে পুলিশ আদালতে প্রেরণ করে।
আনোয়ারা থানার ওসি বলেন, গ্রেপ্তারকৃত জাফরের বিরুদ্ধে ১৯৯২ সালে একটি ডাকাতি মামলায় আদালত ১০ বছরের সাজা দেন। এরপর থেকে সে ৩২ বছর বিভিন্ন এলাকায় আত্মগোপন ছিল। গতকাল রাতে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে।
মন্তব্য করুন