ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দেশের অন্যতম জনপ্রিয় ও পাঠক নন্দিত জাতীয় দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালনে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মো. আরজু, সাবেক সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, আ ফ ম কাওসার এমরান, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের সাধারণ সম্পাদক মনজুরুল আলম। এছাড়াও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, মফিজুর রহমান লিমন, সাবেক কোষাধ্যক্ষ আশিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কালবেলার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি প্রকাশ দাস।
বক্তারা বলেন, দেশে বর্তমানে নির্ভীক অনুসন্ধানী ও বিচক্ষণ সাংবাদিকতার মাধ্যমে দৈনিক কালবেলা পাঠক হৃদয়জুড়ে জায়গা করে নিয়েছে। বিশেষ করে তাদের নির্ভীক সংবাদ উপস্থাপনের কারণে পাঠকের মধ্যে পত্রিকাটি এখন বেশ জনপ্রিয়। দেশের পত্রিকা জগতে এই পত্রিকাটি খুবই অল্প সময়ের মধ্যে সমৃদ্ধ অবস্থা অর্জন করে নিয়েছে।
তারা আরও বলেন, পত্রিকার কর্তৃপক্ষ অত্যন্ত বিচক্ষণতার সাথে দেশ ও জনগণের কল্যাণে সত্য ও বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাচ্ছে। আমরা আশা করি সমৃদ্ধ ও স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে দৈনিক কালবেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা পাঠক নন্দিত এই কালবেলা পত্রিকার আরও উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করি। পরে অতিথিরা কেক কেটে পত্রিকাটির বর্ষপূর্তি পালন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, চিত্র সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন