আলোচনাসভা ও কেক কাটার মাধ্যমে নাটোরে কালবেলার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নাটোর প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের আহ্বায়ক জাহেদুল ইসলাম ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি লাহিড়ি, এনটিভির সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট হালিম খান, সময় টেলিভিশনের নাটোর প্রতিনিধি আল মামুন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, ইউনিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি রনেন রায়, বিশিষ্ট সমাজসেবক এবং রাজনীতিবিদ জিল্লুর রহমান খান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন কালবেলা জেলা প্রতিনিধি পরিতোষ অধিকারী। আলোচনা সভায় বক্তারা ডিজিটাল মিডিয়ায় চমৎকার উপস্থাপনের জন্য কালবেলার ভূয়সী প্রশংসা করেন এবং এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। আলোচনা অনুষ্ঠান শেষে তৃতীয় বর্ষপূর্তি এবং চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।
মন্তব্য করুন