সিলেট ব্যুরো
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৬:৫৮ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

যেসব কারণে যানজটের কবলে সিলেট

সিলেট নগরীর সড়ক। ছবি : কালবেলা
সিলেট নগরীর সড়ক। ছবি : কালবেলা

সড়কে অস্থায়ী সিএনজি অটোরিকশার স্ট্যান্ড, ফুটপাত দখল, যানবাহন চলাচলে অব্যবস্থাপনা, পার্কিং সংকট ও সরু সড়কসহ পাঁচ কারণে সিলেট নগরীতে হচ্ছে তীব্র যানজট। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে যানজটের কারণে ভোগান্তি পোহাচ্ছে লাখ লাখ মানুষ। দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে সিলেট নগরীর যানজট।

সোমবার (২০ অক্টোবর) যানজটমুক্ত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল কুদ্দুছ পিপিএম (সেবা) ৩ দফা নির্দেশনা দিয়েছেন।

সেগুলো হলো— সিলেট মহানগরী এলাকায় রাস্তার সংযোগস্থল থেকে ২৫ গজ পর্যন্ত পার্কিং নিষিদ্ধ, দুই লেনের সড়কে কোনো ধরনের পার্কিং করা যাবে না ও নির্ধারিত পার্কিংয়ে সিংগেল লাইনে অনুমোদিত সংখ্যক যানবাহন রাখতে হবে। ফুটপাত ও সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সাবধান করেন তিনি।

এদিকে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে আম্বরখানা, বন্দরবাজার এলাকায় দেখা যায়, সারি সারি সিএনজি ও রিকশা দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। এতে চরম ভোগান্তিতে পড়েন পথচারীসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা।

স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে, মূল সড়কে সিএনজিচালিত অটোরিকশার অস্থায়ী স্ট্যান্ড বসিয়ে যাত্রী ওঠানামা করানো, ফুটপাত বেদখল, অধিকাংশ বিপণিবিতান ও শিক্ষাপ্রতিষ্ঠানে পার্কিংয়ের ব্যবস্থা না থাকা, যানবাহন চলাচলে অব্যবস্থাপনা এবং সরু রাস্তার কারণে সিলেট নগরের বিভিন্ন রাস্তায় প্রতিদিনই যানজট হচ্ছে। এতে ঘর থেকে বেরোলেই নগরবাসীকে পড়তে হচ্ছে ভোগান্তিতে।

বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, মদিনা মার্কেট, টিলাগড়, শিবগঞ্জ, সুবিদবাজার, তালতলা, কালীঘাট, রিকাবীবাজারসহ প্রায় সব এলাকাতেই সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগে থাকে। তবে, ফুটপাত দখলমুক্ত হলেও এখনো অস্থায়ী স্ট্যান্ড ও যানবাহন চলাচলে অব্যবস্থাপনা রয়েই গেছে।

হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাহেদ তালুকদার বলেন, সকাল, দুপুর, বিকেল সবসময়ই যানজট। রাস্তায় সিএনজি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানোই প্রধান কারণ।

অধিকাংশ বিপণিবিতান ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব পার্কিং না থাকায় ক্রেতা ও শিক্ষার্থীদের যানবাহন রাস্তায়ই দাঁড় করানো হয়। এতে সড়কের ব্যবহারযোগ্য অংশ আরও কমে আসে। মদিনা মার্কেট এলাকায় দেখা গেছে, অটোরিকশার অস্থায়ী স্ট্যান্ড মিলিয়ে মূল সড়কই যেন পরিণত হয়েছে বাজারে।

স্থানীয় বাসিন্দা জাহেদ আহমদ বলেন, প্রতিদিনই এখানে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ সময়। পার্কিং ব্যবস্থা না থাকা, অস্থায়ী স্ট্যান্ডই এখন সবচেয়ে বড় সমস্যা।

বিশেষজ্ঞরা বলছেন, যানজট নিরসনে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। তাদের মতে, অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করতে হবে, ফুটপাত দখলমুক্ত করতে হবে, পার্কিং ব্যবস্থাকে আরও বাড়াতে হবে।

সিলেট সিটি করপোরেশনের প্রকৌশল শাখার তথ্য অনুযায়ী, নগরীর ফুটপাত ও সড়ক দখল, অবৈধ স্ট্যান্ড স্থাপন এবং পার্কিং সংকটই যানজটের মূল কারণ। পাশাপাশি সরু সড়ক এবং অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশাগুলোও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে রোববার থেকে ফুটপাত দখলমুক্ত করায় এবং পুলিশ অটোরিকশার বিরুদ্ধে অভিযানে নামায় কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান কালবেলাকে বলেন, সিটি করপোরেশন থেকে ইতোমধ্যে ৩০টি স্ট্যান্ড তাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এগুলোর বাইরে স্ট্যান্ড করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, যত্রতত্র যাত্রী ওঠানামা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে এবং মামলা দিচ্ছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, পুলিশ কমিশনারের পক্ষ থেকে ৩ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। যানজট সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ২

নেতৃত্ব হারালেন রিজওয়ান, নতুন অধিনায়কের নাম ঘোষণা পাকিস্তানের

বায়ুদূষণের কবলে দিল্লি, ঢাকার খবর কী

গোপনে শিশুর ক্ষতি করছে যে ৫ খাবার

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

অর্ধশতাধিক কর্মীকে নতুন গাড়ি উপহার দিয়ে তাক লাগালেন বস

বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচসহ টিভিতে খেলার সূচি

খালি পেটে ঘি ভালো না খারাপ?

‘আদা গ্রাম’, বদলে যাচ্ছে নারীদের জীবন

১০

দিনের শুরু হোক ৫ সহজ ও স্বাস্থ্যকর পানীয় দিয়ে

১১

হামাসকে ‘শেষ সুযোগ’ দিলেন ট্রাম্প

১২

রুশ গ্যাস আমদানি বন্ধে নতুন আইন অনুমোদন করেছে ইইউ

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

নড়িয়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৫

কোটি টাকার স্টেশনে থামে না ট্রেন

১৬

২১ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

মার্কেট অডিট বিভাগে চাকরি দিচ্ছে এসিআই

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৯

আর্কিটেক্ট পদে নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ

২০
X