সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

হিন্দু সম্প্রদায়ের উন্নয়নে কাজ করতে চাই : সালাউদ্দিন বাবু

ঢাকার সাভারের পঞ্চবটি আশ্রমে অনুষ্ঠিত শ্যামা পূজা পরিদর্শন করেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ছবি : কালবেলা
ঢাকার সাভারের পঞ্চবটি আশ্রমে অনুষ্ঠিত শ্যামা পূজা পরিদর্শন করেন ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় সহপরিবার কল্যাণবিষয়ক সম্পাদক, সাবেক ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে যদি জনগণ বিএনপিকে এবং আমাকে সুযোগ দেয়, তবে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে হিন্দু ধর্মাবলম্বীসহ সব সম্প্রদায়ের উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখব। এ দেশের মাটিতে সাম্প্রদায়িক বিভেদ নয়, চাই ঐক্য, ভালোবাসা ও সহযোগিতা।।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার সাভারের পঞ্চবটি আশ্রমে অনুষ্ঠিত শ্যামা পূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আশ্রমে উপস্থিত হয়ে পূজার আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, ভক্তদের সঙ্গে সময় কাটান এবং হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে মানবিক ও ঐক্যের বার্তা দেন।

পঞ্চবটি মণ্ডপে পৌঁছে সালাউদ্দিন বাবু বলেন, হিন্দু সম্প্রদায় এই দেশেরই সন্তান, তারা আমাদের ভাই। আমরা সবাই একসূত্রে বাঁধা— বাংলাদেশ আমাদের সবার। আমি বিশ্বাস করি, ধর্ম যার যার, উৎসব সবার। তাই হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা, সম্মান ও উন্নয়নে কাজ করা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক অঙ্গীকারও। আমি চাই, সাভারসহ দেশের প্রতিটি হিন্দু পরিবার যেন নিরাপদে, আনন্দে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে।

পূজার আয়োজকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি আশ্রমে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের উদ্দেশে ডা. সালাউদ্দিন বাবু বলেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো— হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব যেন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সচেষ্ট থাকা। বিএনপি সব সময় জনগণের ধর্মীয় স্বাধীনতা ও সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করে। আমাদের রাজনীতি মানবতার, বিভেদের নয়।

পঞ্চবটি আশ্রমের পুরোহিত ও স্থানীয় ভক্তরা সালাউদ্দিন বাবুর এ উপস্থিতি ও সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ রাজনৈতিক সৌহার্দ্য ও ধর্মীয় সম্প্রীতিকে আরও দৃঢ় করে তুলবে।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে সালাউদ্দিন বাবুর সঙ্গে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির যুগ্ম-সম্পাদক ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. শরীফুল আলম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাভার বাজার রোড বিএনপির সভাপতি ওবায়দুর রহমান অভি, সাভার পৌরসভার সহসভাপতি অ্যাডভোকেট নাজিমুদ্দিনসহ আরও কয়েক শতাধিক নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ সেনা কর্মকর্তার নিরাপত্তায় ৩৫ জন কারারক্ষী

বিএসপির যুগ্ম মহাসচিব হলেন ইব্রাহিম মিয়া

বিইউএফটিতে ‘জাপানে কাজ করুন: আপনার ভবিষ্যৎ গড়ুন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আ.লীগের চোর-ডাকাতদের দেশে আসতে দেওয়া হবে না : মোস্তফা জামান

শেবাচিম ছাত্রদলের কমিটিতে ৩০ জনের ২০ জনই নিষিদ্ধ ছাত্রলীগ!

জনসভায় বিএনপি নেত্রীকে গালাগাল, প্রতিবাদে ঝাড়ুমিছিল

বিশ্বের সেরা সাত স্টেডিয়ামের তালিকায় জায়গা পেল সিলেট

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সচল

আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন : জামায়াতকে প্রধান উপদেষ্টা

আজ শুভ ‘ভাইফোঁটা’

১০

মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের তারেক রহমানের সহায়তা

১১

সেন্টমার্টিনে অভুক্ত প্রাণীর পাশে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

১২

গণতান্ত্রিক চর্চায় নির্বাচনের বিকল্প নেই : এনপিপি

১৩

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

১৪

আমরা হতবাক ও ক্ষুব্ধ : মুহিউদ্দীন রাব্বানী

১৫

৩১ দফা আগামীর বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা : কফিল উদ্দিন

১৬

‘একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র’

১৭

এনসিপি ও জামায়াতকে যা বললেন প্রধান উপদেষ্টা

১৮

টুঙ্গিপাড়ায় মাইকিং করে দেশীয় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

১৯

সেনাবাহিনীর উদ্যোগ প্রশংসার দাবিদার, বললেন আইন উপদেষ্টা

২০
X