

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আগামী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যাকেই প্রার্থী করা হবে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এক সঙ্গে কাজ করতে হবে। আপনারা সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলার চেষ্টা করবেন। মনে রাখবেন, বিভাজন কোনোভাবেই আপনার জয় আনবে না।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদের সামনে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
গফরগাঁও উপজেলায় বিএনপির সাবেক আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা নাজমুল হকের কুলখানিতে যোগ দিতে যাওয়ার পথে ভালুকায় থামেন ডা. জাহিদ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন পাঠান, সদস্য আব্দুল কাইয়ুম সরকার রিপনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
মন্তব্য করুন