মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় সব হোটেল-মোটেল বন্ধের ঘোষণা

কুয়াকাটায় মানববন্ধন করে পর্যটন সংশ্লিষ্ট ১৬টি পেশার শতাধিক ব্যবসায়ী। ছবি : কালবেলা
কুয়াকাটায় মানববন্ধন করে পর্যটন সংশ্লিষ্ট ১৬টি পেশার শতাধিক ব্যবসায়ী। ছবি : কালবেলা

দেশের অন্যতম পর্যটন নগরী পটুয়াখালীর কুয়াকাটায় ব্যবসায়ীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে পটুয়াখালী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার (ভ্যাট কর্মকর্তা) জামিউল আলমের অপসারণের দাবিতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে কুয়াকাটার সব আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্ট বন্ধের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এ ঘোষণা দেন পর্যটন সংশ্লিষ্ট ১৬টি পেশার ব্যবসায়িক নেতারা।

আগামী সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে এ ঘোষণার কার্যক্রম শুরু হবে বলে জানান কুয়াকাটা হোটেল-মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ মোতালেব শরীফ।

এ ছাড়াও মানববন্ধনে বক্তব্য দেন কুয়াকাটা হোটেল-মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং কুয়াকাটা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মাইনুল ইসলাম মান্নানসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা।

বক্তারা অভিযোগ করে বলেন, ভ্যাট কর্মকর্তা জামিউল আলম গত ৮ অক্টোবর কুয়াকাটার এক হোটেলে গিয়ে ভ্যাটসংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে হোটেলের ম্যানেজারের সঙ্গে অত্যন্ত অশোভন আচরণ করেন। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও প্রতিবাদ সৃষ্টি হয়।

৪ মিনিটের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভ্যাট কর্মকর্তা জামিউল আলম ও রাজস্ব কর্মকর্তাসহ কয়েকজন হোটেল সৈকতে উপস্থিত হয়ে হোটেলে কর্মরত ম্যানেজারকে গালাগাল ও হোটেল মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিকে নিয়ে অশালীন আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যাতে দেখা যায় ভ্যাট কর্মকর্তার উপস্থিতিতে রাজস্ব কর্মকর্তা হোটেল ম্যানেজার রাজিবের হাত থেকে তার মোবাইল ফোন কেড়ে নিতে চান। বিষয়টি নিয়ে কয়েকদিন আগে সংবাদ সম্মেলন করেন তিনি।

এ প্রসঙ্গে হোটেল ম্যানেজার রাজিব কালবেলাকে বলেন, গত ৮ অক্টোবর ভ্যাট কর্মকর্তা জামিউল আলম আমাদের হোটেলে আসেন এবং ভ্যাটসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। বিষয়টি সম্পর্কে আমি আমার মালিককে জানাতে গেলে আমার হাত থেকে ফোন কেড়ে নিতে চান তারা। এ সময় হোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিকে উদ্দেশ করে গালাগাল দেন তারা। একজন সরকারি কর্মকর্তার এমন আচরণে আমি হতবাক।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য ও পর্যটন শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। বক্তারা জামিউল আলমকে দ্রুত সময়ের মধ্যে কুয়াকাটা থেকে অপসারণের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বক্তারা আরও ঘোষণা দেন, যদি দাবিটি অগ্রাহ্য করা হয়, তবে আগামী সোমবার সকাল থেকে কুয়াকাটার সব ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে চাইলে সহকারী কমিশনার জামিউল আলম কালবেলাকে বলেন, ঘটনাটি তদন্তাধীন থাকায় এ মুহূর্তে আমি কোনো মন্তব্য করতে রাজি নই।

এ প্রসঙ্গে পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী কালবেলাকে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একজন বিসিএস কর্মকর্তার আচরণ হবে অত্যন্ত নমনীয়। আমি পর্যটনের স্বার্থে বিষয়টি দ্রুত সমাধান করার জন্য কলাপাড়া উপজেলা প্রশাসনকে দায়িত্ব দিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান বাড়াতে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

সিস্টিক ফাইব্রোসিস রোগীদের জীবনরক্ষাকারী ওষুধ সুলভ ও সহজলভ্য করতে বেক্সিমকো ফার্মার অনন্য উদ্যোগ

চট্টগ্রামে ৩ শতাধিক নারী পুলিশ পেলেন ব্রেস্ট ক্যানসার সচেতনতা প্রশিক্ষণ

পুরুষদের জন্য ওজন কমানোর ১০ সেরা খাদ্যাভ্যাস

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮১২

জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ আর নেই

বিচার বিভাগের স্বায়ত্তশাসনের স্থায়িত্ব নিশ্চিতে ৩ নীতি অপরিহার্য : প্রধান বিচারপতি

‘আ.লীগ যাকেই হুমকি মনে করেছে তাকেই হত্যা-গুম করেছে’

বিএনপি ক্ষমতায় গেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে : সালাউদ্দিন

ভলকানাইজিং মেশিন বিস্ফোরণে হাত-পায়ের মাংস উড়ে গেল মিলনের

১০

কালভার্টের নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

১১

বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় ইউআইইউর ৩ গবেষক

১২

‘প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে বিচার বিভাগের আলাদা সচিবালয়’ 

১৩

স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টা পরে মারা গেলেন স্বামীও

১৪

মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের নতুন সভাপতি সৌরভ, সম্পাদক রলিন

১৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬৫৯

১৬

রোহিতের সেঞ্চুরি ও কোহলির ফিফটিতে হোয়াইটওয়াশ এড়াল ভারত

১৭

সামিরাকে বিয়ের আগে স্বাভাবিক ছিল সালমানের জীবন : শাহরান

১৮

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ

১৯

ধরন অনুযায়ী টাইলস পরিষ্কারের সহজ ও কার্যকর টিপস

২০
X