

ঢাকা-সিলেট মহাসড়কে বাস উল্টে এক শিশুসহ দুজন নিহত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৭টায় মাধবপুর উপজেলার বেজুড়ার কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বীরপাশা গ্রামের পন্টু মিয়ার ছেলে বাদল (২৫) ও ছয় মাস বয়সী শিশু আলী হায়দার। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, বাসটি চুনারুঘাট থেকে বিজয়নগরের বীরপাশায় ফেরার পথে বেজুড়া নামক স্থানে পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় বাদল ও শিশুটি ঘটনাস্থলেই মারা যান। পথচারীরা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের কারোর অবস্থা আশঙ্কাজনক নয়।
মন্তব্য করুন