কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৩:১৪ এএম
অনলাইন সংস্করণ

গণভোটের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র জাতি মানবে না : এনামুল হক

গোলাপগঞ্জের কুশিয়ারা ডিগ্রি কলেজে প্রেরণা সংঘ আয়োজিত মেধাবৃত্তির পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরীসহ অতিথিরা। ছবি : কালবেলা
গোলাপগঞ্জের কুশিয়ারা ডিগ্রি কলেজে প্রেরণা সংঘ আয়োজিত মেধাবৃত্তির পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরীসহ অতিথিরা। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) দলের মনোনয়নপ্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে ভোটাধিকার বঞ্চিত সাধারণ মানুষ যখন ভোটের জন্য অপেক্ষমাণ, ঠিক সেই সময়ে গণভোটের দাবি জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র। জনগণ এ ষড়যন্ত্র মানবে না।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এনামুল হক চৌধুরী বলেন, বিএনপির পক্ষ থেকে বার বার বলা হচ্ছে আইনি ভিত্তি প্রদানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। তাই জুলাই সনদে স্বাক্ষরও করেছে। কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন বেশ কিছু প্রস্তাব ও একপেশে সুপারিশ জবরদস্তিমূলকভাবে জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত। জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদের সুপারিশে রাজনৈতিক দলগুলোর মতামত, ভিন্নমত, নোট অব ডিসেন্ট উল্লেখ না করে নতুন সংকটের সৃষ্টি করছে। যার ফলে বছরব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনাকে অর্থহীন, সময়ের অপচয়, প্রহসনমূলক ও জাতির সঙ্গে প্রতারণা বলে প্রতীয়মান হচ্ছে। গণভোটের নামে ষড়যন্ত্র বন্ধ করুন। জাতীয় নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র জাতি মেনে নেবে না।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনুহর আলী। আলীনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামান ও মহানগর কৃষক দলের শিল্প বিষয়ক সম্পাদক সেবুল আহমদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা তানজিল, জিসান, নায়েফ চৌধুরী, মারজান, রাহিম, সাব্বির, সায়েফ চৌধুরী, রিয়াদ, তানভীর, মিজান, শিব্বির ও ফাহিম প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার দিনভর গোলাপগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন এনামুল হক চৌধুরী। তিনি দুপুরে গোলাপগঞ্জের বাদেপাশা ইউনিয়নের কুশিয়ারা ডিগ্রি কলেজে প্রেরণা সংঘ আয়োজিত মেধাবৃত্তির পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, কুশিয়ারা ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি রেহান উদ্দিন রায়হান, কুশিয়ারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিতালি দে, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ।

এদিকে ড. এনামুল হক বিকেলে একাডেমি কাপ গোলাপগঞ্জ ফুটবল লীগ-২০২৫ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এরপর সন্ধ্যায় তিনি বিয়ানীবাজার পি.এইচ.জি হাইস্কুলে সিবগাতুল্লাহ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা ও নাশিদ সন্ধ্যায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল খান, জমিয়ত নেতা মাওলানা জালাল উদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সাবেক ছাত্রদল নেতা শামীম আহমদ, বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতি আহমদ ফয়সাল, সাবেক ছাত্রদল নেতা আব্দুস সামাদ তাফাদার বাবেল, বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়ত সভাপতি জাহেদ আহমদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

যুক্তরাষ্ট্র-চীন চুক্তি কেন গুরুত্বপূর্ণ

মেট্রো লাইনের কাজ শুরু / বাড্ডা-রামপুরা রোডে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, নিহত ২

৩১ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন 

রাবির সুইমিংপুলে সায়মার মৃত্যু, তদন্ত প্রতিবেদন প্রকাশ

মুন্সীগঞ্জে টেলিভিশন ও মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সজল, সম্পাদক শিমুল

গণভোটের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র জাতি মানবে না : এনামুল হক

মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১০

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নিখোঁজ রাব্বির বস্তাবন্দি মরদেহ

১১

নদভীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ১৩ কোটি টাকা আত্মসাতের মামলা

১২

নির্বাচন বানচালে যত ষড়যন্ত্রই হোক রুখে দিতে হবে : এমরান চৌধুরী

১৩

চট্টগ্রাম থেকে অপহৃত কাস্টমস কর্মকর্তার মরদেহ মিলল ফেনীতে

১৪

বিএনপিকে কোনো দল পরাজিত করতে পারবে না : রেজাউল করিম

১৫

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার অপসারণ চেয়ে বিক্ষোভ

১৬

বন্ধ হচ্ছে অবৈধ ফোন, যেভাবে জানবেন আপনারটা বৈধ

১৭

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

১৮

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীরাই আগামীর পাথেয় : নোবিপ্রবি উপাচার্য

১৯

দেশব্যাপী চলছে ওয়ালটনের আইটি ফেয়ার, কম্পিউটার পণ্য ক্রয়ে বিশেষ সুবিধা

২০
X