মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিএসএফের বাধায় ফেনী নদী রক্ষা প্রকল্পের কাজ বন্ধ

ফেলে রাখা ব্লক। ছবি : কালবেলা
ফেলে রাখা ব্লক। ছবি : কালবেলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারত ও বাংলাদেশ সীমান্তের ওপর দিয়ে প্রবাহিত ফেনী নদীতে বিভিন্ন অংশে ভাঙন রোধে একাধিক প্রকল্প গ্রহণ করা হলেও তা বাস্তবায়ন করা যাচ্ছে না।

প্রকল্প অনুযায়ী, কয়েক বছর আগে সিসি ব্লক নির্মাণের কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধার কারণে নদীতে ব্লক ড্যাম্পিং ও প্লেসিং করা যাচ্ছে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারি প্রতিষ্ঠান।

সরেজমিনে দেখা গেছে, মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নে সহস্রাধিক সিসি ব্লক প্রস্তুত করে রাখা হয়েছে। নদীতে ডাম্পিং ও প্লেসিং করতে না পারায় ব্লকগুলোর ওপর ঘাস জন্মানোর পাশাপাশি শ্যাওলা জমে আছে। তা ছাড়া চলমান বৃষ্টির পানিতে ব্লকগুলো পানির নিচে অবহেলায় পড়ে আছে। বিএসএফের বাধার কারণে নতুন কোনো ব্লক বানাতে না পারলেও পুরোনো ব্লকগুলো কাজে লাগানো যাচ্ছে না। ফলে ব্লকগুলো নদীতে প্লেসিং করাটা প্রায় অনিশ্চিত হয়ে গেছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সীমান্ত নদী তীর সংরক্ষণ ও উন্নয়নের (২য় পর্যায়) আওতায় ৬টি প্যাকেজে মাটিরাঙ্গার অযোধ্যায় ফেনী নদীর প্রায় ৮শ মিটার, শান্তিপুর এলাকায় ৪শ মিটার, দেওয়ান বাজার এলাকায় ৩শ মিটার, লক্ষ্মীছড়া এলাকায় ৫শ মিটার, করাইল্যাছড়ি এলাকায় ১১৫০ মিটার, আমতলী এলাকায় ২৫০ মিটার নদীর ভাঙন রোধে প্রকল্প নেওয়া হয়। এ ছাড়া আলাদা ৩টি প্যাকেজে মাটিরাঙ্গার তাইন্দং এলাকায় ফেনী নদীর প্রায় ২৫০ মিটার, করাইল্যাছড়ি এলাকায় ২৫০ মিটার এলাকা ভাঙন রোধে স্লোপিং, সিসি ব্লক ডাম্পিং ও প্লেসিংয়ের প্রকল্প নেওয়া হয়। এসব প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা। ভাঙন রোধে প্রকল্প নেওয়া হলেও তা বাস্তবায়িত না হওয়ায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

কড়াইল্যাছড়ি এলাকার বাসিন্দা মো. মহসিন হোসেন বলেন, ফেনী নদী ক্রমাগত ভাঙনের কারণে আমরা আতংকে আছি। বিএসএফ বাধা দেওয়ায় ব্লকের কাজ বন্ধ রয়েছে। ব্লকগুলো নদীতে ফেলতে পারলে আমাদের আতঙ্ক দূর হতো।

দেওয়ান বাজারের বাসিন্দা আব্দুল কাদের বলেন, প্রতি বছর এ এলাকার অনেক ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। তাই ব্লকগুলো বসানো জরুরি হয়ে পড়েছে। এত করে নদী রক্ষার পাশাপাশি কৃষকসহ সকলে উপকৃত হবে।

বেলছড়ি ইউনিয়নের চেযয়ারম্যান মো. রহমত উল্ল্যাহ বলেন, অত্র ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বেশকিছু এলাকায় কয়েক বছর ধরে নদীভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের আওতায় ব্লক বানানোর কাজ শেষ হলেও বিএসএফের বাধার কারণে তা বসানো যাচ্ছে না। শিগগিরই সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

সীমান্তে নদীর তীর সংরক্ষণ ও উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের ঠিকাদার এস অনন্ত বিকাশ ত্রিপুরা বলেন, দরপত্রের শর্তানুযায়ী গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সিসি ব্লক নির্মাণের কাজ শেষ করেছি। কিন্তু যখনই এসব ব্লক নদীতে প্লেসিং করতে গেছি তখন বিএসএফের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্টদের একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। তারপরও দুই বছর ধরে প্রকল্পটি ঝুলে আছে। প্রকল্প বাস্তবায়ন করতে না পারায় ইতোমধ্যে আমার প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। অনেক জায়গায় বিএসএফের বাধার কারণে ব্লক বানানো যাচ্ছে না। ইতোমধ্যে সব ধরনের নির্মাণ সামগ্রীর দাম বেড়েছে। ফলে দরপত্র মূল্যের চেয়ে বাড়তি দামে আমাকে নির্মাণ সামগ্রী কিনতে হচ্ছে। এছাড়া প্রকল্প ঝুলে থাকায় আমার টেন্ডার ক্যাপাসিটির ওপরও আঘাত আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

জবি সিন্ডিকেটের সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

রাজউক অধ্যাদেশ জারি, বোর্ড সদস্য হবেন ৭ জন

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিজিএসের সংলাপ / ‘মিন্টো রোডে সচিবদের ফ্ল্যাট বিলাসবহুল হোটেলকেও ছাড়িয়ে গেছে’

ঢাবিতে ধানের শীষের পক্ষে ছাত্রদল নেতার শুভেচ্ছা মিছিল 

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের

ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গণভোটকে ‘হ্যাঁ’ বলুন

১০

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

১১

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

১২

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

১৩

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

১৪

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

১৫

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এমপি প্রার্থীর

১৬

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় জনতার ঢল

১৭

প্রবাসীদের নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস

১৮

নির্বাচনে এমএফএসের অপব্যবহার রোধে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-বিকাশের সমন্বয় কর্মশালা

১৯

আন্দোলনে এনসিপি নেতাদের কী অবদান, প্রমাণ চেয়ে জিএম কাদেরের চ্যালেঞ্জ 

২০
X